Italian to Bangla

ইতালীয় ভাষায় ফল ও শাক সবজির নাম

আমাদের মৌলিক  অধিকারের মধ্যে রয়েছে খাদ্য একটি। খাবার ছাড়া আমরা অসুস্থ হয়ে যাবো, শরীর অনেক দুর্বল হয়ে যাবে। আমাদের কর্ম ক্ষমতা কমে যাবে। সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য খাদ্য অনেক জরুরি।

 

ইতালিতে থাকলে আমাদের অবশ্যই খাদ্যের প্রয়োজন হবে। না খেয়ে তো আমরা থাকবো না। আর সে খাবার ক্রয় করতে গেলে যদি আমরা তাদের নাম না জানি তাহলে ভুল কিছু ক্রয় করবো বা ঠিক মত ক্রয় করতে পারবো না তখন আমাদের অনেক সমস্যা হবে। তাই আমাদের ফল ও শাক সবজির নাম জানা খুবই জরুরি। আমরা ইতালীয় ভাষায় ফল ও শাক সবজির নাম জানবো:

 

✓ Arachide

আরাকিদে

 

বাদাম

Monkey, nut

 

✓ Arancia

আরাঞ্চা

 

কমলালেবু

Orange

 

✓ Banana

বানানা

 

কলা

Banana

 

✓ Caco

কাকো

 

কাকো

Kaki

 

✓ Cedro

ছেদ্রো

 

লেবু

Lime

 

✓ Ciliegia

ছিলিয়েজা

 

জাম

Jambul

 

✓ Fico

ফিকো

 

চেরীফল

Cherry

 

✓ Fragola

ফ্রাগোলা

 

ডুমুর

Fig

 

✓  Lamphone

লাম্পোনে

 

রছ বেরী

Raspberry

 

✓ Arancia

আরাঞ্চা

 

কমলা

Orange

 

✓ Limone

লিমনে

 

লেবু

Lemon

 

✓ Mandarino

মান্দারিনো

 

ছোট কমলা

Tangerine

 

✓ Mandorla

মান্দোরলা

 

বিশেষ বাদাম

Almond

 

✓ Mela

মেলা

 

আপেল

Apple

 

✓ Nespola

নেছপলা

 

আপেল জাতীয় ফল

Medlar

 

✓ Noce

নছে

 

বাদাম

Nut

 

✓ Pera

পেরা

 

নাশপতি

Pear

 

✓ Prugna

প্রুনিয়া

 

কুল

Plum

 

✓ Susina

সুজিনা

 

সজিনা 

Gren-gage

 

✓ Uva

উভা

 

আঙ্গুর

Grapes

 

✓ Aglio

আলইও

 

রসুন

Garlic

 

✓ Barbabietola

বারবাবিয়েতলা

 

আখরুট

Beet-root

 

✓ Carota

কারোতা

 

গাজর

Carrot

 

✓ Cavolo

কাভোল

 

বাঁধাকপি 

Cabbage

 

✓ Cavolfiore

কাভোলফিয়রে

 

ফুলকপি 

Cauliflower

 

✓ Cetriolo

ছেতরিয়লো

 

শশা 

Cucumber

 

✓ Cipolla

ছিপল্লা

 

পেঁয়াজ

Onion

 

✓ Fagiolino

ফাজ্জোলিনো

 

এক প্রকার সীম

Frenchbean

 

✓ Fagiolo

ফাজোলো

 

সীম

Bean

 

✓ Fungo

ফুনগো

 

ব্যাঙের ছাতা

Mushroom

 

✓ Lettuga

লেত্তুগা

 

লেটুস

Lettuce

 

✓ Cicoria

ছিকরিয়া

 

ছিকরী শাক

Chicory

 

✓ Patata

পাতাতা

 

আলু

Potato

 

✓ Pisello

পিজেল্লো

 

মটর শুটি

Peas

 

✓ Pomodoro

পমোদরো

 

টমেটো

Tomato

 

✓ Rapa

রাপা

 

শালগম

Turnip

 

✓ Rapanello

রাপানেল্লো

 

মুলা

Radish

 

✓ Zucca

জুক্কা

 

লাউ

Squash

 

✓ Zucchina

জুক্কিনা

 

কুমড়া

Vegetable marrow

 

এসব শব্দ জানা থাকলে আমাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যা কমে যাবে। কারণ কম বেশি সবাই বাজারে ফল ও শাক সবজি ক্রয় করতে যাবেন তখন ইতালীয় ভাষায় ফল ও শাক সবজির নাম অনেক কাজে দেবে। এই শব্দ জানা থাকলে ভুল ফল ও শাক সবজি ক্রয় করবেন না, যেটা আপনার প্রয়োজন সেটাই ক্রয় করবেন।

 

এইসব বিষয়ে আয়ত্ত করতে চাইলে আপনাকে অবশ্যই বারবার খাতায় লিখতে হবে, ভয়েস রেকর্ড করে বারবার শুনতে হবে যার মাধ্যমে উচ্চারণ ও সঠিক হবে। আর এইসব করার মাধ্যমে আপনারা খুব সহজেই ইতালীয় ভাষা আয়ত করতে পারবেন বা শিখতে পারবেন। আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে ইতালীয় ভাষা শিখাবো।

 

আপনারা যদি আমাদের সাইটে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ,  বাক্যের ব্যবহার,  বিস্ময়বাচক শব্দ ও বাক্য, সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময়, সময় , ব্যাংকিং ও মুদ্রা, ফুলের নাম, যানবাহন সম্পর্কে শিখেছি খুব সুন্দর ভাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button