Italian to Bangla

ইতালীয় ভাষায় বাসার 36 টি কাজের জিনিষ – HOUSE KEEPING ITEM

আমরা যারা ইতালিতে জেতে চাচ্ছি তাদের অনেক ইতালি ভাষা জানি না, তবে ইটালি না জানলে স্বপ্নের দেশ ইতালিতে গিয়েও কোন কাজে আসবে না। তখন জীবন আরও কষ্টের হয়ে যাবে। কাজের ক্ষেত্রে অনেক জিনিষের দরকার হয়। তাহলে আপনাদের ইতালীয় ভাষায় বাসার 36 টি কাজের জিনিষ এর নাম জানা উচিত নয় কি??

অবশ্যই ইতালীয় ভাষায় বাসার 36 টি কাজের জিনিষ এর নাম জানতে হবে। ইতালিতে থাকা ও কাজ উভয় ক্ষেত্রে এসব শব্দের খুব দরকার হবে। যারা ইতালিতে আছেন তাদের যেমন এটা শিখলে ভাল হবে তেমনি যারা জেতে ছাচ্ছেন তাদের জন্য ও অনেক কাজে দিবে। তাই দেরি না করে আজই শিখে ফেলুন ইতালীয় ভাষায় বাসার কাজের জিনিষ এর নাম।

ইতালীয় ভাষায় বাসার 36 টি কাজের জিনিষ

 

আসুন জেনে নেই ইতালীয় ভাষায় বাসার 36 টি কাজের জিনিষ এর নাম 

ইতালীয় শব্দ

ইতালি শব্দের বাংলা     উচ্চারণ

বাংলা

English

Apribottigliaআপরিবর্তে গলিয়া কর্ক খোলার যন্ত্রOppener 
Accendigasআসেনদি গছ্যাচুলাজ্বালানোর যন্ত্রBurner 
Briccoব্রিক্‌ কোপানির বড় গ্লাস/মগMug 
Bicchiereবিকেয়েরেগ্লাস-Glass 
Bottiglia বতেলিয়াবতলBottle 
ColinoকলিনোছাকনিStrainer
Coltelloকলতে ললোছুরিKnife 
Cucchiaio কুকিয়াইওচামচSpoon 
Caffettieraকাফফে তেরাকফি তৈরির পাত্রCoffee pot
Chiave কিয়াভেচাবিKey
Chiodoকিয়োদোতার কাটাPin
Insalatieraইন ছালাতিয়েরাছালাত রাখার পাত্রSauce vassel
ForbiciফরবিসিকাঁচিScissors
Fruttieraফ্রততেয়েরাফল রাখার পাত্রFruit pot
FiloফিলোসূতাThread
Legno লেইননিওকাঠWood
Mestoloমেছতোলোগোল বড় চামচRound spoon
Matterelloমাততেরেললোরুটি বলার বেলুনBread rolling pin
Misuraমিজোরামাপার গজMeasurment tep

Manigliaমানিগলিয়াহাতলBottle
Oliera আলিয়েরাতেল দানীOil pot
PentolaপেনতোলাপাতিলCooking pot
Padellaপাদেল্‌লাতাওয়াBakin pan
Posateপোজাতেচুরি কাটাচামচ, চামচFork
Piattoপিয়াততোপ্লেট/থালাPlate
Presinaপ্রেছিনাহাড়ী ধরার কাপড়Pot for cotton
Posacenereপসাচেনেরেছাইদানী/এ্যাসট্রেAshtray
Poggiapentola পজজা পেনতোলাহাড়ী বসানোর পাত্রSet with pot
Scopaইসকোপাঝাড়ুBroom

সাধারণ জিজ্ঞাসা:

  • ইতালিয়ান ভাষা শিখবো কি ভাবে?

ইতালীয়ান ভাষা বিষয়ে আয়ত্ত করতে চাইলে আপনাকে অবশ্যই বারবার খাতায় লিখতে হবে, ভয়েস রেকর্ড করে বারবার শুনতে হবে যার মাধ্যমে উচ্চারণ ও সঠিক হবে। আর এইসব করার মাধ্যমে আপনারা খুব সহজেই ইতালীয় ভাষা আয়ত করতে পারবেন বা শিখতে পারবেন।

  • ইতালিতে অন্য ভাষার ব্যবহার করা যাবে কি?

না, ইতালীতে অন্য কোনো ভাষার ব্যাবহার করা যাবে না। কাজের ক্ষেত্রে ইতালীয় ভাষা ব্যতীত অন্য ভাষা ব্যবহার করলে জরিমানা ধরা হবে, এই আইন পাশ করেছে ইতালির নতুন সরকার। তার মতে অন্য ভাষা ব্যবহার করলে ইতালীয় ভাষাকে অপমান করা হয় এবং এটা ক্ষতিকর।  ইংরেজি ভাষা সহ অন্য ভাষা ব্যবহার করলে ১ লক্ষ ইউরো পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

এখান থেকে ইতালীয় ভাষায় বাসার 36 টি কাজের জিনিষ এর নাম শিখতে পারবেন যা আপনার ইতালিতে থাকা আর সহজ করে দিবে ও কাজ পেতে অনেক সাহায্য করবে। দেরি না করে আজই শিখে ফেলুন। আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে ইতালীয় ভাষা শিখাবো।

যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা বা অনেকেই ইংরেজি ভাষা সম্পর্কে আমরা অবগত সে ক্ষেত্রে ইতালীয় ভাষা কিন্তু আমাদের কাছে একদমই নতুন ও কঠিন। আর এই নতুন ভাষা শেখা আমাদের কাছে তুলনামূলকভাবে একটু কষ্টকর। তবে আমরা যদি চেষ্টা করি তাহলে কিছুই কিন্তু সবই সম্ভব। আমরা যদি কিছু বিষয় লক্ষ্য করি বা একটু মাথা খাটিয়ে ইতালীয় ভাষা শেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা ইতালীয় ভাষা গুলো খুব তাড়াতাড়ি শিখতে পারব। ইতালির ভাষা শিখার জন্য আমরা খাতায় লিখতে পারি, শব্দ দেখে ভয়েজ রেকর্ড করে নিতে পারি যা পরবর্তীতে বারবার শুনার মাধ্যমেও খুব তাড়াতাড়ি ইতালীয় ভাষা শেখা সম্ভব হবে যারা নতুন রয়েছেন। এছাড়াও যার যেভাবে আয়ত্ত করতে সুবিধা হয় তারা সেভাবে কিন্তু বিষয়গুলো শিখে নিতে পারেন। 

আপনারা যদি আমাদের সাইটে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ,  বাক্যের ব্যবহার,  বিস্ময়বাচক শব্দ ও বাক্য সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময় সময় , ব্যাংকিং ও মুদ্রা, ফুলের নাম, যানবাহন, ফল ও শাক সবজির নাম সম্পর্কে শিখেছি খুব সুন্দর ভাবে। এছারাও রেস্টুরেন্ট এর কাজে ব্যবহৃত কিছু শব্দ, নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম , ইতালীয় ভাষায় যানবাহনের নাম, ইতালীয় ভাষায় রেস্টুরেন্টে চাকরির জন্য প্রয়োজনীয় ৪৬ টি শব্দ সম্পর্কে, ইতালীয় ভাষায় 1 – 100 পর্যন্ত ও অন্যান্য সংখ্যা, ইতালীয় ভাষায় A – Z পর্যন্ত উচ্চারণ, ইতালীয় ভাষায় 51 টি খাদ্যের নাম  শিখেছি খুব সুন্দর ভাবে। আর এইসব শব্দ দ্বারাই কিন্তু ইতালিতে আপনারা খুব সুন্দর ভাবে জীবন যাপন অতিবাহিত করতে পারবেন। এসব শব্দ কাজ খোঁজার ক্ষেত্রে বা কাজ পেতেও খুবই সাহায্য করবে আপনাদের বিশেষ করে রেস্টুরেন্টে কাজের ক্ষেত্রে। তাই দেরি না করে আজই শিখে ফেলুন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button