Italian to Bangla

ইতালীয় ভাষায় ৪০ টি নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যের নাম- না জানলে জেনে নিন

শরীর সুস্থ ও কর্মকম রাখতে খাদ্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনন্দিন কাজের ক্ষেত্রে খাদ্যই আমাদের শক্তি যোগায়। ইতালিতে কাজ করার ক্ষেত্রে খাদ্যের নাম যেমন দরকার হয় তেমনি ভালোমতো বসবাস করার ক্ষেত্রেও খাদ্যের নাম জানা খুবই প্রয়োজন। আপনাদের কি মনে হয় খাদ্যের নাম জানা প্রয়োজন কেন?

খাদ্য যেহেতু আমাদের শক্তি যোগায় তাই দৈনন্দিন খাবার গ্রহণের ক্ষেত্রে যদি আমরা তা ক্রয় করতে যাই সে ক্ষেত্রে এসব নাম জানা খুবই প্রয়োজন। এসব নাম জানলে আমরা সঠিক খাদ্য ক্রয় করতে পারবো না। আবার আমরা যদি বিভিন্ন জায়গায় কাজ করতে যাই তখনও কিন্তু এসব খাদ্যের নাম প্রয়োজন হবে। বিশেষভাবে রেস্টুরেন্টে কাজের ক্ষেত্রে এসব খাবারের নাম খুবই দরকার হবে।

ইতালীয় ভাষায় ৪০ টি নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যের নাম-

 

যারা ইতালিতে যেতে চাচ্ছেন তাদের জন্য ইতালীয় ভাষায় ৪০ টি  নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যের নাম দেওয়া হয়েছে। যা আপনাদের ইতালিতে জীবনযাপন সুন্দর করবে। নাম গুলো হলো –

ইতালীয় শব্দইতালীয় বাংলা শব্দের উচ্চারণ  বাংলা ইংরেজি 
Prima colazine প্রিমা কোলাজিয়নে  সকালের নাস্তা  Breakfast 
Pranzo প্রানঞ্জো দুপুরের আহার Lunch
Spuntino স্পুন্তিনো জল খাবারSnacks 
Cena চেনা  রাতের খাবার  Dinner
Pane   পানে  রুটি   Bread
Pane duro  পানে ডিউরু  শক্ত রুটি Hard bread
Pane bianco পানে বিয়াক্কো সাদা রুটি White bread
Riso  রিজো  চাল Rice
Uova উওভা  ডিম Egg
Uova Allah coque  উওভা আল্লা কফুয়ে সিদ্ধ ডিম Boiled egg
Uova in camicia  উওভা ইন কামিছাপোছডডিম Posedegg
Uova strapazzate  উওভা স্ত্রাপাজ্জাতে  ভাঙ্গা ডিম Broken egg
Uova al tegame  উওভা আল তেগামে ভাজা ডিম Fried egg
Carne  কার্নে মাংস Meat
Manzo মানয গরুর মাংস Beaf meat
Pollo পল্ল মুরগির মাংস  Chicken meat
Pollo arrosto পল্ল আররোস্ত মুরগির রোস্ট  Chicken roast 
Manzo di vitello  মানয দি ভিতোল্লো মাংসের টুকরো   Meat slice 
Manzo lessoমানয লেচ্ছসিদ্ধ মাংস Boiled meat

 

Cervello ছেরভেল্লোমগজ Brain 
Fagiolinoফাজ্জিলিনোএক প্রকার সিমBean
Zuppa di pesceজুপ্পা দি পেসসেমাছের ঝোল  Fish broth
PesceপেসসেমাছFish
Aragostaআরাগোস্তা চিংড়ি মাছ Shrimp 
Nasello নাজ্জেল্লো সামুদ্রিক মাছSea fish 
Polipo পলিপো মাছ বিশেষ Kinda fish
Merluzzo মেরলুজ্জো  কর্ড মাছ Cord fish
Fegato ফেগাতো কলিজা Liver
Aglio আলইও রসুন Garlic
Cipolla চিপল্লাপিয়াজOnion 
Cavoloকাভলোবাঁধা কপি Cabbage 
CarotaকারোতাগাজরCarrot 
Zucchina  জুক্কিনাকুমড়াPumpkin 
Fagiolo ফাজোলো সিম Beans
Rapanello রাপানেল্লো মূলা Radish 
Rapa রাপা শালগমturnip
Prugnaপ্রুনিয়া কুল
Zucca জুক্কালাউgourd
Cetriolo ছেতরিয়লোশশাCucumber 

সাধারণ জিজ্ঞাসা:

১.  ইতালিতে সবাই কি ইংরেজির প্রয়োগ করতে পারে ?

আপনি যদি হ্যাঁ ভেবে থাকেন তবে আপনার এই ভাবনা ভুল। বর্তমানে ইতালির অফিস আদালত সহ সর্বস্তরে ইংরেজী ভাষা ব্যবহারকারীদের জন্য শাস্তির আইন প্রণয়ন করা হচ্ছে। এ থেকে বোঝা যায় ইতালিতে চাকরির জন্য যাওয়া মানুষদের ইতালি ভাষা শেখা কতটা গুরুত্বপূর্ণ ।

২. খাদ্য দ্রব্যের নাম না জানলে কি কোন সমস্যা হবে?

খাদ্য দ্রব্যের নাম জানতেই হবে এমন কোন কথা নেই তবে জানাটা খুবই ভালো। আর যারা রেস্টুরেন্টে কাজের ক্ষেত্রে ইতালিতে আসতে চাচ্ছেন তাদের জন্য জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

 

ইতালীয় ভাষায় ৪০ টি নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যের নাম সাধারণত  দৈনন্দিন জীবনের জন্য খুবই প্রয়োজন। আপনারা বাজারে কেনাকাটা করতে গেলে বা রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে গেলেও এসব শব্দের প্রয়োজন হয়ে থাকে। তাই ইতালিতে যাওয়ার পূর্বে এসব শব্দ আয়ত্ত্ব করা খুব প্রয়োজন।কারন লোকাল ইতালীয়দের সাথে কথা বলতে আপনি কে অবশ্যই ইতালীয় ভাষা জানতে হবে।

এইসব বিষয়ে আয়ত্ত করতে চাইলে আপনাকে অবশ্যই বারবার খাতায় লিখতে হবে, ভয়েস রেকর্ড করে বারবার শুনতে হবে যার মাধ্যমে উচ্চারণ ও সঠিক হবে। আর এইসব করার মাধ্যমে আপনারা খুব সহজেই ইতালীয় ভাষা আয়ত করতে পারবেন বা শিখতে পারবেন। আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে ইতালীয় ভাষা শিখাবো।

আপনারা যদি আমাদের সাইটে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ ও বাক্যের ব্যবহার,  বিস্ময়বাচক শব্দ ও বাক্য, সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময়, সময় , ব্যাংকিং ও মুদ্রা, ফুলের নাম, যানবাহন, ফল ও শাক সবজির নাম, রেস্টুরেন্টে কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় শব্দ সম্পর্কে শিখেছি খুব সুন্দর ভাবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button