Italian to Bangla

ইতালিয়ান ভাষায় বিস্ময় বা ভালো লাগলে যা বলবেন

দৈনন্দিন চলার পথে আমরা অনেক কিছুই দেখে থাকি বা অনেক কিছুই আমাদের ভালো লেগে থাকে। তার বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন শব্দ বা অঙ্গভঙ্গির মাধ্যমে দিয়ে থাকে। এসব শব্দ ও অঙ্গভঙ্গির মাধ্যমে সামনের মানুষ অথবা আশেপাশের মানুষ বুঝতে পারে সেই বিষয়টিতে আমাদের কেমন লেগেছে। 

 

আজ আমরা ইতালীয় ভাষায় এমন কিছু শব্দ ও বাক্য  শিখব যার মাধ্যমে প্রকাশ পাবে সে কোন একটি বিষয় বা কোন একটি জিনিস আমাদের কেমন লেগেছে। অর্থাৎ আজ আমরা কিছু বিস্ময়কর বা বিস্ময়বাচক শব্দ ও বাক্য শিখব। নিচে ইতালিয়ান ভাষায় বিস্ময় বা ভালো লাগলে যা বলবেন শব্দগুলো দেওয়া হয়েছে: 

 

  • Bello ( বেললো )

 

বাঃ সুন্দর

Wow beautiful

 

  • Bravo ( ব্রাভো )

 

সাবাস

Bravo 

 

  • Poveretto ( পভেরেততো )

 

বেচারা

How Poor 

 

  • Che bella sorpresa( কে বেললা ছরপ্রেছা )

 

কি আশ্চর্য কান্ড

What a surprise

 

  • Che bello ( কে বেললো )

 

কি সুন্দর!

How beautiful!

 

  • Che scocciature ( কে ই(ছ) 

কোচ্চাতুরা )

 

কি বিরক্তি কর!

What a bother!

 

  • Che bella giornata  ( কে বেললা

জরনাতা )

 

কি সুন্দর দিন!

What a beautiful day!

 

  • Che tempo orribile ( কে তেমপো

আররিবিলে)

 

কি ভয়াবহ আবহাওয়া

what a horror weather

 

  • Che freddo ( কে ফ্ৰেদদো )

 

কি ঠান্ডা!

What a cold!

 

  • Che caldo ( কে কালদো )

 

কি গরম!

What hot!

 

  • Che sfortuna ( কে ই(ছ) ফরতুনা )

 

কি দুভার্গ্য!

What a tragedy!

 

  • Che profumo ( কে প্রোফুমো )

 

সুগন্ধ!

Fragrance!

 

  • Che fatica ( কে ফাতিকা )

 

কি কষ্ট!

What trouble!

 

  • Che bellezza ( কে বেললেছছা )

 

কি চমৎকার

what a wonderful

 

অনেক সময় কিন্তু ভুলভাল অঙ্গভঙ্গির কারণে বা ভুলভাল শব্দ ব্যবহারের কারণে অনেক সমস্যায় পড়ে যেতে পারে। আর সেটি যদি অন্য দেশে হয় সে ক্ষেত্রে তো আরো বড় বিপদে পড়তে হতে পারে। তাই আমাদের সকলের উচিত যারা ইতালিতে যেতে চাই যাওয়ার আগে এসব ব্যাসিক কিছু শব্দ ও বাক্য জেনে যাওয়া যাতে আমাদের ভবিষ্যতে সমস্যায় পরতে না হয়।

 

আপনারা যদি আমাদের সাইটে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ ও বাক্যের ব্যবহার, আদেশ মূলক শব্দ ও বাক্য শিখিয়েছে খুব সুন্দর ভাবে। 

 

এইসব বিষয়ে আয়ত্ত করতে চাইলে আপনাকে অবশ্যই বারবার খাতায় লিখতে হবে, ভয়েস রেকর্ড করে বারবার শুনতে হবে যার মাধ্যমে উচ্চারণ ও সঠিক হবে আর আপনি এর মাধ্যমে অঙ্গ ভঙ্গি ও শব্দের ব্যবহার বুঝতে পারবেন। আর এইসব করার মাধ্যমে আপনারা খুব সহজেই ইতালীয় ভাষা আয়ত করতে পারবেন বা শিখতে পারবেন। আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে ইতালীয় ভাষা শিখাবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button