Italian to Bangla

ইতালীয় ভাষায় যানবাহনের নাম

আমরা সাধারণত হাঁটাচলা আমাদের পায়ের মাধ্যমে করে থাকি। অল্প দূরত্বের কোথাও গেলে আমরা হেটেই সেখানে যেতে পারি। তবে যদি অনেক দূরে কোথাও যেতে হয় সেক্ষেত্রে আমাদের যানবাহনে প্রয়োজন পরবে। আর যেহেতু আমরা ইতালিতে মূলত কাজ করার জন্য যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের একই স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা করতে হবে যেখানে আমাদের এসব যানবাহনে চড়ে যেতে হবে। যানবাহনের নাম না জানা থাকলে তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।

 

তাই আসুন আজকে আমরা কিছু ইতালীয় ভাষায় যানবাহনের নাম জানবো  যা আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই এবং যাতে করে আমরা দূরে কোথাও যেতে পারি খুব অনায়াসে :

 

✓ Aero

আয়েরো

 

উড়োজাহাজ

Aeroplace

 

✓ Autobus

আউতোবুস

 

বাস

Bus

 

✓ Autocarro

আউতোকাররো

 

লরী

Lorry

 

✓ Automobile

আউতোমবিলে

 

অটোমোবাইলগাড়ী

Automobile

 

✓ Barca

বারকা

 

নৌকা

Boat

 

✓ Battello

বাত্তেল্লো

 

স্টীমার

Steamer

 

✓ Bicicletta

বিছিক্লেত্তা

 

বাইসাইকেল

Bicycle

 

✓ Camion

কামিয়ন

 

ট্রাক

Truck

 

✓ Camionetta

কামিওনেত্তা

 

ছোটট্রাক

Small truck

 

✓ Carro

কাররো

 

ঠেলাগাড়ী

Cart

 

✓ Carrozza

কারোচ্ছা

 

গাড়ী

Carriage

 

✓ Motocicletta

মতোছিক্লিসেত্তা

 

মটরসাইকেল

Motorcycle

 

✓ Motoscafo

মতোস্কাফো

 

স্পীডবোট

Motorboat

 

✓ Motoscooter

মতোস্তুতার

 

স্কুটার

Motorscooter

 

✓ Nave

নাভে

 

জাহাজ

Ship

 

✓ Piroscafo

পিরোস্কাফো

 

স্টীমার

Steamer

 

✓ Pullman

পুলম্যান

 

কোচ

Coach

 

✓ Tram

ত্রাম

 

ট্রাম

Tram

 

✓ Treno

ত্রেনো

 

রেলগাড়ী

Train

 

এসব ইতালীয় ভাষায় যানবাহনের নাম  কিন্তু আমরা আমাদের দৈনন্দিন কাজে একই স্থান থেকে অন্য স্থানে যেতে পারি খুব অনায়াসে। 

 

এইসব বিষয়ে আয়ত্ত করতে চাইলে আপনাকে অবশ্যই বারবার খাতায় লিখতে হবে, ভয়েস রেকর্ড করে বারবার শুনতে হবে যার মাধ্যমে উচ্চারণ ও সঠিক হবে। আর এইসব করার মাধ্যমে আপনারা খুব সহজেই ইতালীয় ভাষা আয়ত করতে পারবেন বা শিখতে পারবেন। আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে ইতালীয় ভাষা শিখাবো।

 

আপনারা যদি আমাদের সাইটে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ,  বাক্যের ব্যবহার,  বিস্ময়বাচক শব্দ ও বাক্য, সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময়, সময় , ব্যাংকিং ও মুদ্রা, ফুলের নাম সম্পর্কে শিখেছি খুব সুন্দর ভাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button