Italian to Bangla

ইতালীয় ভাষায় কিছু ফুলের নাম

ফুল পছন্দ না এমন অনেক কম মানুষ রয়েছে। ফুল দেখলে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয়। যেহেতু একটা বড় সময়ের জন্য ইতালীতে যাচ্ছি তাই আমাদের কিছু ফুলের নাম জানা থাকলে কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছে না 

আসুন আমরা ইতালীয় ভাষায় কিছু ফুলের নাম জানি :

 

✓ Rosa

রজা

 

গোলাপ

Rose

 

✓ Tulipano

তুলীপানো

 

টিউলিপ

Tulip

 

✓ Primula

প্রিমুলা

 

প্রিমুলা

Primula

 

✓ Dalla

দাল্লা

 

ডালিয়া

Dahlia

 

✓ Giglio

জিলিও

 

পদ্মফুল

Lily

 

✓ Narcisco

নারচিজকো

 

ডেফোডিল

Daffodil

 

✓ Girasole

জিরাছোলে

 

সূর্যমুখী

Sunflower

 

✓ Ninefa

নিনেফা

 

শাপলা ফুল

Waterlity

 

এর মাধ্যমে ইতালীয় ভাষায় কিছু ফুলের নাম শিখাবো।

এইসব বিষয়ে আয়ত্ত করতে চাইলে আপনাকে অবশ্যই বারবার খাতায় লিখতে হবে, ভয়েস রেকর্ড করে বারবার শুনতে হবে যার মাধ্যমে উচ্চারণ ও সঠিক হবে। আর এইসব করার মাধ্যমে আপনারা খুব সহজেই ইতালীয় ভাষা আয়ত করতে পারবেন বা শিখতে পারবেন। আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে ইতালীয় ভাষা শিখাবো।

 

আপনারা যদি আমাদের সাইটে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ,  বাক্যের ব্যবহার,  বিস্ময়বাচক শব্দ ও বাক্য, সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময়, সময় , ব্যাংকিং ও মুদ্রা সম্পর্কে শিখেছি খুব সুন্দর ভাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button