ইতালীয় ভাষায় কিছু ফুলের নাম

ফুল পছন্দ না এমন অনেক কম মানুষ রয়েছে। ফুল দেখলে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয়। যেহেতু একটা বড় সময়ের জন্য ইতালীতে যাচ্ছি তাই আমাদের কিছু ফুলের নাম জানা থাকলে কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছে না
আসুন আমরা ইতালীয় ভাষায় কিছু ফুলের নাম জানি :
✓ Rosa
রজা
গোলাপ
Rose
✓ Tulipano
তুলীপানো
টিউলিপ
Tulip
✓ Primula
প্রিমুলা
প্রিমুলা
Primula
✓ Dalla
দাল্লা
ডালিয়া
Dahlia
✓ Giglio
জিলিও
পদ্মফুল
Lily
✓ Narcisco
নারচিজকো
ডেফোডিল
Daffodil
✓ Girasole
জিরাছোলে
সূর্যমুখী
Sunflower
✓ Ninefa
নিনেফা
শাপলা ফুল
Waterlity
এর মাধ্যমে ইতালীয় ভাষায় কিছু ফুলের নাম শিখাবো।
এইসব বিষয়ে আয়ত্ত করতে চাইলে আপনাকে অবশ্যই বারবার খাতায় লিখতে হবে, ভয়েস রেকর্ড করে বারবার শুনতে হবে যার মাধ্যমে উচ্চারণ ও সঠিক হবে। আর এইসব করার মাধ্যমে আপনারা খুব সহজেই ইতালীয় ভাষা আয়ত করতে পারবেন বা শিখতে পারবেন। আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে ইতালীয় ভাষা শিখাবো।
আপনারা যদি আমাদের সাইটে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ, বাক্যের ব্যবহার, বিস্ময়বাচক শব্দ ও বাক্য, সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময়, সময় , ব্যাংকিং ও মুদ্রা সম্পর্কে শিখেছি খুব সুন্দর ভাবে।




