Italian to Bangla

ইতালীয় ভাষায় যে শব্দ ও বাক্য না জানলে ইতালিতে থাকা কষ্টকর হবে

ইতালীতে অবশ্যই আমরা বসে থাকতে যাবো না। আমরা ইতালিতে জীবিকা নির্বাহের জন্যই যে থাকি। আর জীবিকা নির্বাহের জন্য দৈনন্দিন আমাদের বিভিন্ন কাজ কর্মে লিপ্ত হতে হবে। আর এই কাজ করব করার জন্য আমাদের কিছু শব্দ ও বাক্যের প্রয়োজন পূর্বে। 

এখন আমরা কিছু শব্দ ও বাক্য নিয়ে আলোচনা করব যা দৈনন্দিন কাজ কর্মে, যোগাযোগের ক্ষেত্রে, কথা বার্তার ক্ষেত্রে আপনাকে অনেক সাহায্য করবে। ইতালীয় ভাষায় যে শব্দ ও বাক্য না জানলে ইতালিতে থাকা কষ্টকর হবে শব্দ ও বাক্যগুলো হলো:

 

  • কমেছ তাই?

কেমন আছেন?

How are you?

 

  • বুনজরনো

শুভ সকাল

Good morning

 

  • চাও

হাই

Hi

 

  • বুনাছেরা

শুভ বিকাল

Good afternoon

 

  • ইসকুজি

মাফ করবেন

Sorry

 

  • ইয়ো

আমি

 

  • তু

তুমি

You

 

  • নই

আমরা

We

 

  • কারনে

মাংস

মেয়েটা

 

  • দভে

কোথায়?

Where?

 

  • কে কজা ? / কে ?

কি?

What?

 

  • লাত্তে

দুধ

Milk

 

  • কুয়ালে ?

কোনটি / কোনটা?

Which?

 

  • কুয়ানদো ?

কখন / যখন

When?

 

  • কমে ?

কিভাবে / কেমন?

How ?

 

  • কুয়ান্তে ?

কতো?

How much?

 

  • দাভভেরো ?

সত্যি / তাই নাকি?

True / is that so ?

 

  • আদেছছো

এখন

Now

 

  • তাচি

চুপ করো

Shut up

 

  • মি পিয়াচচে

আমি পছন্দ করি

I like

 

  • কি

কে?

Who?

 

  • গ্রাছিয়ে

ধন্যবাদ

Thank you 

 

  • সু

উপর

Up 

 

  • ইন

ভিতর

Inside

 

  • ওলিও

তৈল

Oil

 

  • জুক্কেরো

চিনি

Sugar

 

  • পানে

রুটি

Bread

 

  • ছিপল্লা

পিঁয়াজ

Onion

 

  • কোলাজিয়নে

সকাল বেলার নাস্তা

Breakfast

 

  • ছেনা

রাতের খাবার 

Dinner

 

  • ছালে

লবণ

Salt

 

  • উয়ভো

ডিম

Egg

 

  • রিজো

চাউল

Rice

 

  • ফুমারে

ধূমপান

Smoking

 

  • তে

চা

Tea

 

  • ভিনো

মদ

Wine

 

  • ছেদিয়া

চিয়ার

Chair

 

  • কালদো

গরম

Hot

 

  • ফ্রেদ্দো

ঠাণ্ডা

Cold

 

  • ছিয়েলো

আকাশ

Sky

 

  • বেনভেনুতু

স্বাগতম

Welcome

 

  • ইন্ গ্রোচ্ছু

প্রবেশ

Enter

 

  • মালে

অসুস্থ

Sick

 

  • গ্রান্দে

বড়

Big

 

  • পিক্কলো

ছোট

Small

 

  • ফরতে

শক্ত

Hard / strong

 

  • গ্রাচ্ছো

মোটা

Fat

 

  • মাগ্রো 

পাতলা

Thin

 

  • ফাছিলে

সহজ

Easy

 

  • দেবলে

দুর্বল

Weak

 

  • উজাতো

ব্যাবহাত 

Used

 

  • রিক্কে

ধ্বনি

Rich

 

  • পভেরো

গরীব

Poor

 

  • মিলিইয়েরে

উত্তম 

Good/ best

 

  • অক্কুপাতো

ব্যাস্ত

Busy

 

  • লুঙ্গো

লম্বা

Tall

 

  • করতো

খাটো

Small

 

  • পেরকে

কারণ

Cause

 

  • পচ্ছো এন্ত্রারে

আমি কি আসতে পারি?

May I come in?

 

  • এতা

বয়স

Age

 

  • পল্লো আররোস্তো

মোরগের রোস্ট

Cook roast

 

  • ভেরদুরা

শাকসবজি

Vegetable

 

  • লিমোনে

লেবু

Lemon

 

  • পেসে

মাশ

Fish

 

  • ইনচালাতা

সালাদ

Salad

 

  • প্রেছতো

তাড়াতাড়ি

Hurry up

 

  • মাই

কখনো না

Never

 

  • ছিগারেত্তা

সিগারেট

Sugared

 

  • নুয়ভো

নতুন

New

 

আজ আমরা ইতালীয় ভাষায় যে শব্দ ও বাক্য না জানলে ইতালিতে থাকা কষ্টকর হবে  সে শব্দ এবং বাক্য শিখলাম। এসব শব্দ ও বাক্যগুলো আমাদের ইতালিতে থাকার ক্ষেত্রে দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে। যদিও ইতালিতে যাওয়ার ক্ষেত্রে ভাষার দক্ষতা তেমন প্রয়োজন হয় না কিন্তু যারা ভাষা জানে তাদের আবার অগ্রাধিকার দেওয়া হয়। আর আপনি একটি দেশে থাকতে চাইলে সেই দেশের ভাষা যদি না জানেন সেখানে থাকা আপনার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। 

 

উপরোক্ত শব্দ ও বাক্যগুলো বারবার লিখবেন, মোবাইলে ভয়েস রেকর্ড করে তা প্রতিনিয়ত শুনবেন। এর মাধ্যমে আপনি এই শব্দ ও বাক্যগুলো খুব তাড়াতাড়ি আয়াত করতে পারবেন। 

 

আপনারা আমাদের সাইটে নতুন হয়ে থাকলে আমাদের আগের লিখাগুলো দেখে আসবেন যেখানে যারা ইতালি নতুন করে শিখছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু ভাষা শিক্ষা দেওয়া রয়েছে। আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, মাস, দিন এবং ঋতুর নাম। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button