Italian to Bangla

ইতালীয় ভাষায় যে শব্দ ও বাক্য দিয়ে আদেশ করবেন

যারা ইতালিতে যেতে চান তাদের জন্য ভাষা খুব জরুরী না হলেও ভাষা শিখা থাকলে অনেক কাজে দিবে। ইতালিতে থাকার ক্ষেত্রে ভাষা অনেক সাহায্য করবে আর জীবনকে আরো সহজ করে তুলবে। তাই সবার সুবিধার্থে আমাদের সাইটে শুরু থেকে ভাষা শিখানো হচ্ছে। 

আজ আমরা শিখবো কিভাবে কিছু শব্দ ও বাক্য দিয়ে আদেশ করা যাবে। তবে মনে রাখতে হবে এসব শব্দ ও বাক্য সব জায়গায় ব্যাবহার করা যাবে না যারা আপনাদের থেকে সম্মানে ও বয়সে বড় তাদের বলতে পারবেন না। এবার আসুন জেনে নেই শব্দ ও বাক্য গুলো :

 

  • Ama ( আমা )

 

ভালবাসা

Love

 

  • Credi ( ক্রেদি )

 

বিশ্বাস কর

Trust me

 

  • Senti ( ছেনতি )

 

শোন

Listen

 

  • Va ( ভা )

 

যাও

Leave

 

  • Da ( দা )

 

দাও

Give 

 

  • Fa ( কা )

 

করো

Do it

 

  • Rimani ( রিমানি )

 

থাকো

Stay

 

  • Siedi ( ছিয়েদি )

 

বসো

Sit down 

 

  • Vattene ( ভাততেনে )

 

চলে যাও

get lost

 

  • Continua ( কতিনুয়া )

 

চালিয়ে যাও

Carry on

 

  • Taci ( তাচি )

 

চুপ করো

Shut up

 

  • Piantala ( পিয়ানতালা )

 

বন্ধ করো

Closing

 

  • Acendi il fuoco ( আচেনদি ইল ফুওকো )

 

আগুন জ্বালাও

light the fire

 

  • Acendi la television ( আচেনদি লা তেলেভিছিওনে )

 

টিভি ছাড়ো

Turn on the tv

 

এই কয়েকটি শব্দ ও বাক্য দিয়ে খুব সহজে আপনারা ইতালীয় ভাষায় যে শব্দ ও বাক্য দিয়ে আদেশ করবেন  বা করতে পারবেন। তবে খেয়াল রাখবেন বয়সে ছোট, পরিচিত, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে এসব শব্দ ও বাক্য ব্যবহার করতে পারবেন। 

 

আপনারা যদি আমাদের সাইটে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ ও বাক্যের ব্যবহার শিখিয়েছে খুব সুন্দর ভাবে। 

 

এইসব বিষয়ে আয়ত্ত করতে চাইলে আপনাকে অবশ্যই বারবার খাতায় লিখতে হবে, ভয়েস রেকর্ড করে বারবার শুনতে হবে যার মাধ্যমে উচ্চারণ ও সঠিক হবে। আর এইসব করার মাধ্যমে আপনারা খুব সহজেই ইতালীয় ভাষা আয়ত করতে পারবেন বা শিখতে পারবেন। আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে ইতালীয় ভাষা শিখাবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button