Italian to Bangla

ইতালিয়ান ভাষায় সময়ের সমস্যার সমাধান

ইতালি আপনার কাছে একটি পরিচিত দেশ আর আপনাদের দৈনন্দিন চলার পথে অনেক কিছুর সমক্ষিন হতে হবে। আমরা আধুনিক যুগে বসবাস করছি যেখানে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। কোথায় আছে – “সময় আর স্রোত করো জন্য অপেক্ষা করে না”। আর এই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে জীবনে অনেক পিছিয়ে থাকতে হয়। ইতালিয়ান ভাষায় সময়ের সমস্যার সমাধান করা  শিখাবো।

অনেকে আপনার কাছ থেকে সময় জানতে চাইতে পারে আবার আপনার ও অনেক ক্ষেত্রে সময় জিজ্ঞাসা করতে হতে পারে। যেভাবে আপনি সময় বলতে ও জিজ্ঞাসা করতে পারেন বা ইতালিয়ান ভাষায় সময়ের সমস্যার সমাধান বা সময়ের সংক্রান্তি কিছু শব্দ এখন আমরা শিখাবো  :

 

  • Mattino ( মাত্তিনো )

সকাল

Morning

 

  • Antimedidiano ( আন্তিমারিদিয়ানো )

পূর্বাহ্ন

Before Noon

 

  • Pomeriggio ( পমেরিজ্জো )

অপরাহ্ন

Afternoon

 

  • Pomeridiano ( পমেরিদিয়ানো )

অপরাহ্নে

in the afternoon

 

  • Mezzogirno ( মেজ্জোজোরনো )

দিপ্রহর

Midday

 

  • Mezzanotte ( মেজ্জোনত্তে )

মধ্যরাত্রি

Midnight

 

  • Sera ( ছেরা )

সন্ধ্যা

Evening

 

  • Notte ( নত্তে )

রাত

Night

 

  • Ora ( ওরা )

ঘন্টা

Hour

 

  • Mezz’ora ( মেজ্জোওরা )

আধা ঘন্টা

Half an hour

 

  • Un d’ora quarto ( উন দিওরা কোয়ারতো )

১৫ মিনিট

Quarter of hour

 

  • Orologio ( ওরলজো )

ঘড়ি

Watch

 

  • Orologio da polso ( ওরলজো দা পলসো)

হাত ঘড়ি

Wrist watch

 

  • Orologio tasca da ( ওরলজো তাসকা দা )

পকেট ঘড়ি

Pocket watch

 

  • Orologio da tavolo ( ওরলজো দা তাভল )

টেবিল ঘড়ি

Table clock

 

  • Orologio muro da ( ওরলজো দা মুরো )

দেওয়াল ঘড়ি

Wall clock

 

  • Orologio da electric ( ওরলজো দা ইলেট্রিকো )

ইলেট্রিক ঘড়ি

Electric clock

 

  • Lancetta ( লানছেত্তা )

ঘড়ির কাটা

Hand

 

  • Quadrante ( কুয়াদ্রান্তে )

ঘড়ির ডায়াল

Dial

 

  • Segnale orario ( ছেনিয়ালে ওরারীও )

সময় সংকেত 

Time Signal

 

  • Che ora e? ( কে ওরা এ ) 

এখন সময় কত ?

What time is it?

 

  • Anno ( আন্নে )

বৎসর 

Year

 

  • Annuale ( আনুয়ালে ) 

বার্ষিক 

Annual

 

  • Annualmente ( আনুয়ালমেন্তে )

বাৎসরিক

Yearly

 

  • Epoca ( এপোকো )

যুগ 

Epoch

 

  • Era ( এরা )

অধ্যায় 

Era

 

  • Eta ( এতা )

বয়স

Age

 

  • Giorno ( জোরনো )

দিন 

Day

 

  • Giorno feriale ( জোরনো ফেরিয়ালে) 

কর্ম দিন

Working Day

 

  • Giorno Festivo ( জোরনো ফেছতিভো )

ছুটির দিন

Festive Day

 

  • Quotidiano ( কুওতিদিয়ানো )

দৈনন্দিন 

Daily

 

  • Mese ( মেজে )

মাস 

Month 

 

  • Mensile ( মেনছিলে  )

মাসিক 

Monthly

 

  • Periodo ( পেরিওদো )

পাক্ষিক

Quaterly

 

  • Settimana ( সেত্তিমানা )

সপ্তাহ

Week

 

  •  Stagione ( স্তাজোনে )

ঋতু 

Season

 

  • Tempo ( তেম্পো ) 

সময় 

Time

 

  • Una Volta ( উনা ভলতা)

একদা 

Once

 

  • Dapprimna ( দাপ্রিমা )

পূর্বে 

Before

 

  • Presto ( প্রেচতা )

তাড়াতাড়ি 

Quickly

 

  • Raramente ( রারামেন্তে )

দুষ্প্রাপ্যতা 

Rarely

 

  • Sempre ( সেপ্রে )

সর্বদা 

Always 

 

  • Subito (ছোবিতো )

হঠাৎ 

At once

 

  • Talvolta ( তালভোলতা )

মাঝে মাঝে

Sometimes

 

  • Tardi ( তর্দি )

বিলম্ব 

Late

 

  • Allorche ( আল্লোরকে )

কখন 

When

 

  • Primache ( প্রিমাকে )

আগে 

Before

 

  • Alba ( আলবা )

ভোরে 

Dawn

 

  • Mezzogiorno ( মেজ্জাজোরনো )

দুপুর 

Midday

 

  • Tramonto ( এামোন্তো )

সূর্যাস্ত 

Sunset

 

  • Crepuscolo ( ক্রেপুস্কুলো )

গোধূলি 

Twilight

 

  • Mezzanotte ( মেজ্জানওে )

মধ্যরাত

Midnight

 

  • Oggi ( অজ্জি)

আজ 

Today

 

  • Ieri ( ইয়েরী )

গতকাল

Yesterday

 

  • Domani ( দোমানী )

আগামীকাল 

Tomorrow

 

  • Dopodomani ( দপোদোমানী )

আগামী পরশু

After Tomorrow

 

ইতালীতে জীবিকা নির্বাহের জন্য যাবেন আপনারা আর সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য সময় সম্পর্কে জানা খুব প্রয়োজন। এসব শব্দ দিয়ে খুব সহজে সময় বলতে পারবেন সেটা দিনের জন্য হোক, ঘড়ির সময় হোক, বছর হোক বা অন্য কোনো সময়। এভাবে ইতালিয়ান ভাষায় সময়ের সমস্যার সমাধান করা যাবে।

ইতালিতে সময়ের সমস্যার সমাধান বিষয়ে আয়ত্ত করতে চাইলে আপনাকে অবশ্যই বারবার খাতায় লিখতে হবে, ভয়েস রেকর্ড করে বারবার শুনতে হবে যার মাধ্যমে উচ্চারণ ও সঠিক হবে। আর এইসব করার মাধ্যমে আপনারা খুব সহজেই ইতালীয় ভাষা আয়ত করতে পারবেন বা শিখতে পারবেন। আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে ইতালীয় ভাষা শিখাবো।

আপনারা যদি আমাদের সাইটে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ,  বাক্যের ব্যবহার,  বিস্ময়বাচক শব্দ ও বাক্য, সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময় শিখেছি খুব সুন্দর ভাবে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button