Italian to Bangla

ইতালীয় ভাষায় 1 – 100 পর্যন্ত ও অন্যান্য সংখ্যা – না জানলে জেনে নিন

 

ইতালী যাওয়া অনেকের স্বপ্ন। পড়াশোনা, জীবিকা নির্বাহ কিংবা স্থায়ীভাবে বসবাসের জন্য অনেকেই ইতালিতে পারি জমায়। তবে ইতালিতে থাকতে হলে ইতালীয় ভাষায় 1 – 100 পর্যন্ত ও অন্যান্য সংখ্যা জানাটা কতটা জরুরি? জানা থাকলে কি সুবিধা হবে?

ছোটবেলাতে বর্ণ শিখানোর পরই সংখ্যা শিখানো হয় বাচ্চাদের, তাই সংখ্যা শিক্ষা একটি প্রাথমিক শিক্ষার মধ্যে পরে। ইতালিতে থাকতে গেলে ইতালীয় ভাষায় 1 – 100 পর্যন্ত ও অন্যান্য সংখ্যা জানাটা খুব জরুরী। সময় দেখা , টাকার হিসাব করা, রাস্তা চিনার ক্ষেত্রে , বিভিন্ন কাজের ক্ষেত্রে সংখ্যার অনেক ব্যাবহার হয়ে থেকে। সংখ্যা জানা থাকলে যেমন কাজ পেতে অনেক সাহায্য হবে তেমনি জীবনযাপন ও অনেক সহজ হয়ে যাবে এর মাধ্যমে। 

ইতালীয় ভাষায় 1 – 100 পর্যন্ত ও অন্যান্য সংখ্যা – 

যেহেতু সংখ্যা শিখলে অনেক সহজ হবে সব ক্ষেত্র মুকাবেলা করার জন্য আসুন জেনে নেই ইতালীয় ভাষায় 1 – 100 পর্যন্ত ও অন্যান্য সংখ্যা :

 

বাংলা সংখ্যা বাংলা উচ্চারণইতালীয় উচ্চারণইংরেজি সংখ্যা 

 

জেরোzero 0
উনোUno 1
দুয়েDue 2
এেTre 3
কুয়াত্রQuattro 4
চিনকুয়ে Cinque 5
ছেই sei 6
ছেততেsette  7
অত্তোotto 8
নোভেnove 9
১০দিয়েচিDieci 10
১১উনদিচিUndici 11
১২দোদিচিDodici 12
১৩ত্রেদিচিTredici 13
১৪কুয়াত্তোরদিচিQuattordici14
১৫কুইনদিচিQuindici15
১৬সেদিচিSedici 16
১৭দিচাসেত্তেDiciasette 17
১৮দিচঅত্তোDiciotto18
‌১৯দিচঅত্তোDiciannove 19
২০ভেন্তীVenti 20

 

২১ভেন্তুনোVentuno21
২২ভেন্তিদুয়েVentidue 22
২৩ভেন্তিত্রেVentitrè23
২৪ভেন্তিকুয়াএventiquattro  24
২৫ভেন্তিচিনকুয়ে venticinque    25
২৬ভেন্তিছেই ventisei    26
২৭ভেন্তিছেওেventisette 27
২৮ভেন্তোত্তোVentotto 28
২৯ভেন্তিনভেVentinove 29
৩০ত্রেন্তাTrenta 30
৩১ত্রেনতুনোtrentuno 31
৩২ত্রেন্তাদুয়েtrentadue 32
৩৩ত্রেন্তাএে trentatré 33
৩৪ত্রেন্তাকুয়াত্র trentaquattro34
৩৫ত্রেন্তাচিনকুয়ে trentacinque 35
৩৬ত্রেন্তাছেই trentasei 36
৩৭ত্রেন্তাছেততে‌ trentasette37
৩৮ত্রেন্তাত্তো trentotto 38
৩৯ত্রেন্তানভে trentanove39
৪০কুয়ারান্তাquaranta40

 

৪১কুয়ারান্তাউনোquarantuno 41
৪২কুয়ারান্তাদুয়েquarantadue‌ 42
৪৩কুয়ারান্তাএে quarantatré  43
৪৪কুয়ারান্তাকুয়াত্রquarantaquattro 44
৪৫কুয়ারান্তাচিনকুয়েquarantacinque 45
৪৬কুয়ারান্তাছেইquarantasei 46
৪৭কুয়ারান্তাছেততেquarantasette‌ 47
৪৮কুয়ারান্তাঅত্তোquarantotto 48
৪৯কুয়ারান্তানোভে quarantanove49
৫০চিঙ্কুয়ান্তাcinquanta 50
৫১চিঙ্কুয়ান্তাউনো cinquantuno51
৫২চিঙ্কুয়ান্তাদুয়েcinquantadue52
৫৩চিঙ্কুয়ান্তাএেcinquantatré  53
৫৪চিঙ্কুয়ান্তাকুয়াত্রcinquantaquattro 54
৫৫চিঙ্কুয়ান্তাচিনকুয়েcinquantacinque 55
৫৬চিঙ্কুয়ান্তাছেইcinquantasei 56
৫৭চিঙ্কুয়ান্তাছেততেcinquantasette 57
৫৮চিঙ্কুয়ান্তাছেততেcinquantotto 58
৫৯চিঙ্কুয়ান্তাছেততেcinquantanove 59
৬০সেসসান্তাsessanta 60

 

৬১সেসসান্তাউনো sessantuno 61
৬২সেসসান্তাদুয়েsessantadue 62
৬৩সেসসান্তাএেsessantatré  63
৬৪সেসসান্তাচিনকুয়ে sessantaquattro64
৬৫সেসসান্তাচিনকুয়েsessantaquattro65
৬৬সেসসান্তাছেইsessantasei 66
৬৭সেসসান্তাছেততেsessantasette 67
৬৮সেসসান্তাঅত্তোsessantotto 68
৬৯সেসসান্তানোভেsessantanove 69
৭০সেত্তান্তাsettanta 70
৭১সেত্তান্তাউনো settantuno71
৭২সেত্তান্তাদুয়েsettantadue 72
৭৩সেত্তান্তাএেsettantatré   73
৭৪সেত্তান্তাকুয়াত্রsettantaquattro 74
৭৫সেত্তান্তাচিনকুয়ে settantacinque75
৭৬সেত্তান্তাছেইsettantasei 76
৭৭সেত্তান্তাছেততেsettantasette 77
৭৮সেত্তান্তাঅত্তোsettantotto 78
৭৯সেত্তান্তানোভেsettantanove79
৮০ওত্তান্তাottanta 80

 

৮১ওত্তান্তাউনো ottantuno 81
৮২ওত্তান্তাদুয়েottantadue 82
৮৩ওত্তান্তাএে ottantatré83
৮৪ওত্তান্তাকুয়াত্রottantaquattro84
৮৫ওত্তান্তাচিনকুয়ে ottantacinque 85
৮৬ওত্তান্তাছেইottantasei86
৮৭ওত্তান্তাছেততেottantasette 87
৮৮ওত্তান্তাঅত্তোottantotto 88
৮৯ওত্তান্তানোভেottantanove 89
৯০নোভান্তাnovanta 90
৯১নোভান্তাউনোnovantuno 91
৯২নোভান্তাদুয়েnovantadue 92
৯৩নোভান্তাএে novantatré 93
৯৪নোভান্তাকুয়াত্রnovantaquattro94
৯৫নোভান্তাচিনকুয়ে novantacinque95
৯৬নোভান্তাছেইnovantasei96
৯৭নোভান্তাছেততেnovantasette 97
৯৮নোভান্তাঅত্তোnovantotto 98
৯৯নোভান্তানোভেnovantanove 99
১০০চেনতো Cento 100

 

২০০দুয়েচেনতোDuecento200
৩০০এেচেনতোTrecento300
৪০০কুয়াত্রচেনতোQuattrocento400
৫০০চিনকুয়েচেনতোCinquecento500
৬০০ছেইচেনতোseicento600
৭০০ছেততেচেনতোSettecento700
৮০০অত্তোচেনতোOttocento800
৯০০নোভেচেনতোNovecento900
১০০০মিল্লেMille1000

 

সাধারণ জিজ্ঞাসা:

 

  • ইতালিয়ান ভাষা শিখবো কি ভাবে?

 ইতালীয়ান ভাষা বিষয়ে আয়ত্ত করতে চাইলে আপনাকে অবশ্যই বারবার খাতায় লিখতে হবে, ভয়েস রেকর্ড করে বারবার শুনতে হবে যার মাধ্যমে উচ্চারণ ও সঠিক হবে। আর এইসব করার মাধ্যমে আপনারা খুব সহজেই ইতালীয় ভাষা আয়ত করতে পারবেন বা শিখতে পারবেন।

 

  • ইতালিতে অন্য ভাষার ব্যবহার করা যাবে কি?

না, ইতালীতে অন্য কোনো ভাষার ব্যাবহার করা যাবে না। কাজের ক্ষেত্রে ইতালীয় ভাষা ব্যতীত অন্য ভাষা ব্যবহার করলে জরিমানা ধরা হবে, এই আইন পাশ করেছে ইতালির নতুন সরকার। তার মতে অন্য ভাষা ব্যবহার করলে ইতালীয় ভাষাকে অপমান করা হয় এবং এটা ক্ষতিকর।  ইংরেজি ভাষা সহ অন্য ভাষা ব্যবহার করলে ১ লক্ষ ইউরো পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। 

 

যাদের স্বপ্ন ইতালি তারা অবশ্যই এই সংখ্যা গুলো অবশ্যই শিখতে হবে। আর এর মাধ্যমে পড়াশুনা, কাজ ও জীবিকা নির্বাহ করতে পারবে খুব সহজেই। তাই আজই শিখে নিন ইতালীয় ভাষায় 1 – 100 পর্যন্ত ও অন্যান্য সংখ্যা। আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে ইতালীয় ভাষা শিখাবো।

যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা বা অনেকেই ইংরেজি ভাষা সম্পর্কে আমরা অবগত সে ক্ষেত্রে ইতালীয় ভাষা কিন্তু আমাদের কাছে একদমই নতুন। আর এই নতুন ভাষা আয়ত্ত করা আমাদের কাছে তুলনামূলকভাবে একটু কষ্টকর। তবে আমরা যদি চেষ্টা করি তাহলে কিছুই কিন্তু অসম্ভব নয়। আমরা যদি কিছু বিষয় লক্ষ্য করি বা একটু মাথা খাটিয়ে ইতালীয় ভাষা শেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা ইতালীয় ভাষা গুলো খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারব। ইতালির ভাষা আয়ত্ত করার জন্য আমরা খাতায় লিখতে পারি, শব্দ দেখে ভয়েজ রেকর্ড করে নিতে পারি যা পরবর্তীতে বারবার সোনার মাধ্যমেও খুব তাড়াতাড়ি ইতালীয় ভাষা আয়ত্ত করা সম্ভব হবে যারা নতুন রয়েছেন। এছাড়াও যার যেভাবে আয়ত্ত করতে সুবিধা হয় তারা সেভাবে কিন্তু বিষয়গুলো শিখে নিতে পারেন। 

আমরা আমাদের সাইটে একদম শুরু থেকে ইতালীয় ভাষা শেখানোর চেষ্টা করছি। আপনারা যদি আমাদের সাইটে এর আগে ভিজিট করে না থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ,  বাক্যের ব্যবহার,  বিস্ময়বাচক শব্দ ও বাক্য, সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময়, সময় , ব্যাংকিং ও মুদ্রা, ফুলের নাম, যানবাহন, ফল ও শাক সবজি নাম, রেস্টুরেন্ট এর কাজে ব্যবহৃত কিছু শব্দ, নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম , ইতালীয় ভাষায় যানবাহনের নাম, ইতালীয় ভাষায় রেস্টুরেন্টে চাকরির জন্য প্রয়োজনীয় ৪৬ টি শব্দ সম্পর্কে শিখেছি খুব সুন্দর ভাবে। আর এইসব শব্দ দ্বারাই কিন্তু ইতালিতে আপনারা খুব সুন্দর ভাবে জীবন যাপন অতিবাহিত করতে পারবেন। এসব শব্দ কাজ খোঁজার ক্ষেত্রে বা কাজ পেতেও খুবই সাহায্য করবে আপনাদের। তাই দেরি না করে আজই শিখে ফেলুন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button