ইতালীয় ভাষায় যেভাবে প্রশ্ন করবেন ও উত্তর দিবেন এবং আরো কিছু শব্দ

আমরা দৈনন্দিন জীবনে অনেক প্রশ্নের সম্মুখীন হই যার সঠিকভাবে উত্তর দেওয়া খুবই জরুরী। ইতালি যেহেতু একটি নতুন জায়গা আমাদের কাছে আর দৈনন্দিন জীবনে জীবিকা নির্বাহের জন্য আমাদের বিভিন্ন কাজ করে যেতে হবে তাই আমরা প্রতিনিয়তই বাইরে যাব ও বিভিন্ন কাজ করব। আর দৈনন্দিন জীবনে এসব কাজের ক্ষেত্রে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে আর অনেক ক্ষেত্রে আমরাও প্রশ্ন করে থাকি।
আজ আমরা শিখব কিভাবে ইতালীয় ভাষায় প্রশ্ন করতে হয়, উত্তর দিতে হয় এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ যা দৈনন্দিন জীবনে আমাদের অনেক কাজে লাগবে।
ইতালীয় ভাষায় যেভাবে প্রশ্ন করবেন ও উত্তর দিবেন এবং আরো কিছু শব্দ হলো:
✓Che?
কে?
কি?
What?
✓Come?
কমে?
কিভাবে/ কেমন/ মতন
how / how / like
✓Dove?
দভে?
কোথায়?
Where?
✓Quando?
কুয়ানদো?
কখন/যখন?
when/when?
✓Quale?
কুয়ালে?
কোনটা?
which one
✓Quanto?
কুয়ান্ত?
কতো?
how much
✓Come sta?
কমে ই(ছ) তা?
কেমন আছেন?
how are you
✓Come no?
কমে নো?
কেন নয়?
why not
✓Che le pare?
কে লে পারে?
আপনার মত?
like you?
✓Che ti pare?
কে তি পারে?
তোমার মত?
like you?
✓Cosa ce che non va
কেজা চে কে নন ভা
কি হয়েছে?
What happened?
✓Come va
কমে ভা
কেমন যাচ্ছে?
how is it going
✓E’permesso
এ পেরমেছছো
ভিতরে আসতে পারি?
can i come in
✓C’e’ resto
চে রেছতো
ভাংতি আছে (টাকা)?
Is there money (money)?
✓C’e’ spicci
চে ইছপিচচি
খুচরা (পয়সা) আছে?
Have retail (money)?
✓Per che cosa
পের কে কব্জা
কিসের জন্য?
for what
✓Che devo fare?
কে দেভো ফারে?
কি করবো?
what to do
✓Cosa e’e’
কজা চে
ওটা কি?
what is that
✓Qual cosa non va
কোয়াল কজা নন ভা
কিছু হয়েছে / ঘটেছে?
Has something happened / happened?
✓Adesso
আদেছছো
এখন
now
✓Ancora
আনকোরা
আরো
more
✓ Appunto
আপপুনতো
একদম ঠিক
exactly right
✓ Corraggio
কররাজজো
সাহস রাখো
keep courage
✓ Cosi
কছি
এভাবে/এ আর কি
Like that / what else?
✓ Davvero
দাভভেরো
সত্যি তাই নাকি
It is true?
✓ Dopo
দগো
পরে
After
✓ Dunque
দুনকুরে
অতএব
Therefore
✓ Per piacere
পেন পিয়াচেরে
অনুগ্রহপূর্বক
Please
✓ Per cortesia
পেন করতেছিয়া
অনুগ্রহপূর্বক
Please
✓ Dica-pure
দিকা পুরে
বলুন
tell me
✓ Fa
ফা
পূর্বে / আগে
before / previously
✓ Forza
ফোরছা
সাহস রাখো
keep courage
✓ Ma/pero
মা পেরো
কিন্তু/অথচ
But / or
✓ Mai
মাই
কখনো না/ ( নেগেটিভ)
never/ ( negative)
✓ Mai
মাই
কখনো না/ (পজেটিভ)
never / ( positive)
✓ Niente/nullar
নিয়েনতে/নুললা
কিছুই না
nothing
✓ Infatti
ইনফাততি
নিশ্চয়ই/সত্যি
sure/ true
✓ non
নন
না
No
✓ O
অ
বা/অথবা
or
✓ poi
প-অই
পরে/ তারপর
later/ then
✓ Certo
চেরতো
নিশ্চয়ই
Of course
✓ Presto
প্ৰেছতো
তাড়াতাড়ি
quickly
✓ Se
ছে
যদি
If
✓ Solo
ছলো
একা
alone
✓ Soltanto
ছলতানতো
মাত্র
only
✓ Strano
ই (ছ) ত্রানো
অদ্ভুত/বিদঘুটে
strange / wacky
✓ Subito
ছুবিতো
এক্ষুনি
right away
✓ Verso
ভেরছো
অভিমুখে/দিকে
towards
✓ Veloce
ভেলোচো
দ্রুত/তাড়াতাড়ি
quickly
✓ Assolutamente (no)
আছছোলুতামেনতে (নো)
একেবারেই (না)
not at all
✓ A piu-tardi
তা পিউ তারদি
আবার দেখা হবে
See you again
✓ Eccomi
এককোমি
এই যে আমি (এখানে)
this is me (here)
✓ Non e’vero
নন এ ভেরো
সত্যি না
not true
✓ Ti va
তি ভা
তোমার ইচ্ছা করে?
do you wish ?
✓ Non mi va
নন মি ভা
আমার ইচ্ছা করে না
I don’t want to
✓ Volentieri
ভোলেনতিয়েরী
খুশীর সাথে
with pleasure
✓ Senza dubbio
ছেনছা দুববিত্ত
নিঃসন্দেহে
Undoubtedly
✓ Secondo me
ছেকোনদো মে
আমার মতে
in my opinion
✓ Mi sembra
মি ছেমব্রা
আমি মনে করি
i think
✓ Si trova in giro
ছি এভা ইন জিরো
যেখানে সেখানে পাওয়া যায়
Where available
✓ Noa ce la faccio piu
নন চে লা ফাচচো পিউ
আর পারছি না
I can’t anymore
✓ Non esiste
নন এছিছতে
ঠিক না
not right
✓ Tra poco
ত্রা পকো
একটু পর
after a while
✓ Niente da fare
নিয়েনতো দা ফারে
কিছুই করার নেই
nothing to do
✓ Come vanno gli affair
কমে ভাননো লী আফফারি
ব্যবসা কেমন চলছে?
How is business going?
✓ Da parte mia
দা পারতে মিয়া
আমার ব্যাপারে
about me
✓ E a posto
এ আ পোছতো
সব ঠিক আছে
everything is ok
✓ Va tutto bene
ভা তুতুতো বেনে
ঠিক আছে
Ok
✓ A nessun patto
আ নেছছুন পাততো
কোন ক্রমেই না
Not in any order
✓ Ogni tanto
অনি তানতো
মাঝে মধ্যে
sometimes
✓ Ogni cosa
অনি কজা
সবকিছু
everything
✓ Per cui
পের কুই
সেইজন্য, অতএব
Therefore, therefore
✓ Per fortuna
পের ফরতুনা
সৌভাগ্যক্রমে
fortunately
✓ Per ora
পের অরা
এখন
Now
✓ Come al solito
কমে আল ছলিতো
যথারীতি
as usual
✓ Catti vo umore
কাততিভো উমোরে
মেজাজ খারাপ হওয়া
mood swings
✓ Lei ha perso la calma
লেই আ পেরছো লা কালমা
মেজাজ খারাপ হয়েছে
The mood is bad
✓ Sei gentile
ছেই জেনতিলে
তুমি দয়ালু
you are kind
✓ Sei simpatico
ছেই ছিমপেতিকো
তুমি চমৎকার
you are wonderful
✓ Ti rendi conto
তে রেনদি কনতো
বুঝতে পারা
to understand
✓ In ogni modo
ইন অনি মদো
যেভাবে হোক
anyway
✓ Non mi importa
নন মি ইমপোরতা
আমি মনে কিছু করি না / আমার কিছু আসে যায় না
I don’t mind / I don’t care
✓ Non ti importa
নন ভি ইমপোরতা
তুমি মনে কিছু করো না
You don’t mind
✓ Piano piano
পিয়ানো পিয়ানো
আস্তে আস্তে
slowly
✓ A mano a mono
আ মানে আ মনো
একটু একটু করে /ক্রমান্বয়ে
Little by little / gradually
✓ Poco poco
পকো পকো
অল্প অল্প
little by little
✓ Tanto tanto
তানতো তানতো
অনেক
a lot / many
✓ Mi piace
মি পিয়াচচে
আমি পছন্দ করি
I like
✓ Le piace
লে পিয়াচে
আপনি পছন্দ করেন
you like
✓ Visto che
ভিছতো কে
এটা দেখে
seeing it
✓ Fin che
ফিনকে
যে পর্যন্ত না
Not until that
নিম্ন লিখিত শব্দ গুলো বিভিন্ন কথা প্রসঙ্গে ব্যাবহারিত হয়। এদের নির্দিষ্ট কোনো অর্থ নেই, বিভিন্ন অর্থে ব্যাবহারিত হয় :
✓ Allora
আললোরা
ইয়ে/তখন
yea/ then
✓ Chissa
কিছছা
কে জানে?
Who knows?
✓ Menomale
মেনোমালে
এটাই স্বাভাবিক
This is normal
✓ Per modo di dira
পের মদো দি দিরো
বলতে গেলে/ কথার কথা
To speak of
✓ Pazienza
পাছিয়েনছা
ধৈর্য ধরা/কি আর করা
Patience/ what else to do
✓ A proposito
আ প্রোপছিতো
যা বলছিলাম
what i was saying
✓ Su
ছু
চলো যাই/ আসো
let’s go / come
✓ Si figuri
ছি ফিগুরি
চিন্তা/ কল্পনা করা/ কিছুই না
Thinking/ imagining/ nothing
✓ Si immagini
ছি ইমমাজিনি
মোটেই না/ কিছু না
Not at all/ nothing
✓ Senz, altro
ছেনছালত্রো
অবশ্যই
of course
✓ In bocca al lupo
ইন বোককা আল লুপো
গুডলাক
good luck
✓ Alia sulute
আল্লা ছালুতে
চীয়ার্স
Cheers
✓ Ma come
মা কমে
কি? কিভাবে
What? how
✓ Come mai
কমে মাই
কেন, কেমন , করে হয়
why, how, is done
✓ Come’
কমে
কি বললে
what did you say
এসব প্রশ্ন সম্মুখীন আমরা প্রতিনিয়তই হয়ে থাকবো তাই আমাদের এসব প্রশ্ন এবং এসব প্রশ্ন এর যদি আমাদের সম্মুখীন হতে হয় তাহলে এর উত্তর জানা থাকা বাঞ্ছনা। এছাড়াও এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যা আমাদের খুবই কাজে আসবে। এভাবে ইতালীয় ভাষায় যেভাবে প্রশ্ন করবেন ও উত্তর দিবেন এবং আরো কিছু শব্দ শিখতে পারবেন।
এইসব বিষয়ে আয়ত্ত করতে চাইলে আপনাকে অবশ্যই বারবার খাতায় লিখতে হবে, ভয়েস রেকর্ড করে বারবার শুনতে হবে যার মাধ্যমে উচ্চারণ ও সঠিক হবে। আর এইসব করার মাধ্যমে আপনারা খুব সহজেই ইতালীয় ভাষা আয়ত করতে পারবেন বা শিখতে পারবেন। আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে ইতালীয় ভাষা শিখাবো।
আপনারা যদি আমাদের সাইটে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ, বাক্যের ব্যবহার, বিস্ময়বাচক শব্দ ও বাক্য, সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময়, সময় , ব্যাংকিং ও মুদ্রা, ফুলের নাম, যানবাহন, ফল ও শাক সবজি সম্পর্কে শিখেছি খুব সুন্দর ভাবে।




