ইতালীয় ভাষায় ব্যাংকিং ও মুদ্রার ক্ষেত্রে প্রচলিত কিছু শব্দ

দৈনন্দিন জীবনে অনেক কিছুর মধ্যে অর্থ অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। অর্থ ছাড়া এখন কিছু করার অসম্ভব হয়ে যাচ্ছে দিন দিন। আর যেহেতু আমরা ইতালিতে জীবিকা নির্বাহের জন্য এসে থাকি সে ক্ষেত্রে অর্থ সম্পর্কে জানা তো আরো প্রয়োজন। ইতালিতে যে অর্থ আমরা ইনকাম করি তা দেশে পাঠানোর জন্য ব্যাংকিং ও মুদ্রা সম্পর্কে আমাদের জ্ঞান থাকা খুবই জরুরী।
এখন আমরা ইতালীয় ভাষায় ব্যাংকিং ও মুদ্রার ক্ষেত্রে প্রচলিত কিছু শব্দ শিখব যা আমাদের অর্থ দেশে পাঠানোর ক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে অর্থ খরচ করার ক্ষেত্রে অনেক কাজে দিবে। শব্দগুলো হল :
Ammontare (আম্মোন্তারে)
Amount
মোট পরিমাণ
Assegno bancario (আচ্ছেনইয়ো বানকারিও)
Bank Cheque
ব্যাংক চেক
Libretto d’assegno (লিরেত্তো দি আচ্ছেনিও)
Cheque book
চেক বই
Assicurazione (আচ্ছিকুরাছিয়নে)
Insurance
বীমা
Assicurare (আচ্ছিকুরারে)
To Insure
বীমা করা
Banca (বাঙ্কা)
Bank
ব্যাংক
Banchiere (বাস্কিয়েরে)
Banker
ব্যাংকার
Biglietto di banca (বিলিয়েত্তো দি বাঙ্কা)
Bank Note
ব্যাংক নোট
Cambiale (কাম্বিয়ালে)
Bill of exchange
বিনিময় বিল
Cassa di risparmio (কাচ্ছা দি রিছপারমিও)
Savings bank
সঞ্চয় করা
Contanti (কনতান্তি)
Cash
নগদ
Conto corrente (কনতো কররেন্তে)
Current account
চলতি হিসাব
Denaro (দেনারো)
Money
টাকা
Deposito (দেপেজিতো)
Deposit
জমা
Depositare (দেপজিতারে)
To Deposit
জমা দেওয়া
Fuori corso (ফুয়রি করছো)
Out of circulation
অচল
Incassare (ইনকাচ্ছারে)
To cash
নগদ লওয়া
Libretto (লিব্রেত্তা)
Book
বই
Somma (ছোম্মা)
Sum
যোগ
Spiccioli (স্পিচ্ছলি)
Small Coins
পয়সা
Tasso di interesse (তাচ্ছো দি ইনতেরেচ্ছে)
Interest Tax
সুদকর
Tratta (ত্রাত্তা)
Draft
খসড়া
Traveller’s cheque (ত্রাভেলার’ছ চেক)
Traveller’s Check
ট্রাভেলার চেক
Vaglia (ভলইয়া)
Money Order
মানিওয়ার্ডার
Versa moment (ভেরছামমেন্ত)
Payment
প্ৰদান
Versare ( ভেরছারে )
To Pay
প্রদান করা
Marca da bollo (মার্কা দা বল্লো)
Revenue Stamp
রাজস্ব টিকেট
Mittente (মিত্তেন্তে)
Sender
প্রেরক
Modulo (মদুলো)
Form
ফর্ম
Numero (নুমেরো)
Telephone number
টেলিফোন নাম্বার
Pacco postale (পাক্কো পোস্তালে)
Parcel post
ডাক পার্সেল
Peso (পেজো)
Weight
ওজন করা
Porto (পরতো)
Postage
ডাক মাশুল
Ricevuta (রিচেভুতা)
Receipt
রসিদ
Sportello (স্পোরতেল্ল)
Counter
কাউন্টার
Tariffa (তারিফফা)
Tariff
মূল্য তালিকা
Telefono (তেলেফোনো)
Telephone
টেলিফোন
Cabina telefonica (কাবিনা তেলিফোনিকা)
Telephone box
টেলিফোন বক্স
Apparecchio (আপপারেক্কিও)
Apparatus
যন্ত্রপাতি
Recevitore (রিছেভিতরে)
Receiver
রিসিভার
Microfono (মিক্রোফোনো)
Microphone
মাইক্রোফোন
Telefonare (তেলেফোনারে)
To phone
টেলিফোন করা
Telefonata (তেলেফোনাতা)
Telephone cell
টেলিফোন
Telefonata urgente (তেলেফোনাতা উরজেন্তে)
Urgent call
জরুরী ফোন
Con risposta pagata (কন রিছপস্তা পাগাতা)
Prepaid telephone
পূর্ব প্রদত্ত
Telegramma (তেলেগ্রামমা)
Telegram
টেলিগ্রাম
Ufficio postale (উফফিছো পোস্তালে)
Post office
ডাকঘর
মোটামুটি এসব ইতালীয় ভাষায় ব্যাংকিং ও মুদ্রার ক্ষেত্রে প্রচলিত কিছু শব্দ এর ব্যবহার করে আমরা ব্যাংকিং ও অর্থ লেনদেন করতে পারি। অর্থ লেনদেনের ক্ষেত্রে আমাদের অধিক সতর্ক থাকা দরকার। যেহেতু এখন অনেক ফ্রড মানুষ দিয়ে চারপাশে ভরা সে ক্ষেত্রে অর্থ সঠিক ব্যবহার বা অর্থ সম্পর্কে আমাদের জানা খুবই জরুরী।
এইসব বিষয়ে আয়ত্ত করতে চাইলে আপনাকে অবশ্যই বারবার খাতায় লিখতে হবে, ভয়েস রেকর্ড করে বারবার শুনতে হবে যার মাধ্যমে উচ্চারণ ও সঠিক হবে। আর এইসব করার মাধ্যমে আপনারা খুব সহজেই ইতালীয় ভাষা আয়ত করতে পারবেন বা শিখতে পারবেন। আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে ইতালীয় ভাষা শিখাবো।
আপনারা যদি আমাদের সাইটে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ, বাক্যের ব্যবহার, বিস্ময়বাচক শব্দ ও বাক্য, সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময়, সময় সম্পর্কে শিখেছি খুব সুন্দর ভাবে।




