ইতালীয় ভাষায় যানবাহনের নাম – জানেন না এখনই জেনে নিন

ইতালী যাওয়া অনেকের স্বপ্ন। পড়াশোনা, জীবিকা নির্বাহ কিংবা স্থায়ীভাবে বসবাসের জন্য অনেকেই ইতালিতে পারি জমায়। যেখানে দৈনন্দিন চলাফেরা করার জন্য আমাদের অনেক ধরনের যানবাহনে চলাচল করতে হতে পারে। আপনাদের কি মনে হয় না ইতালীয় ভাষায় যানবাহনের নাম জানা প্রয়োজন?
হ্যাঁ অবশ্যই ইতালীয় ভাষায় যানবাহনের নাম সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দৈনন্দিন জীবনে চলাফেরা করার জন্য ও জীবিকা নির্বাহের জন্য যে কাজ করা হবে সেক্ষেত্রে ও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা জীবিকার কাজে অথবা পড়াশোনার জন্য যে কারণেই হোক না কেন এক স্থান থেকে অন্য স্থানে প্রতিনিয়তই যাওয়া আসা করে থাকবো ইতালিতে। এই যাওয়া আসা করার জন্য সবসময় আমরা নিজের পায়ের ব্যবহার করতে পারব না অর্থাৎ অনেক দূরের রাস্তা হলে হেঁটে যাওয়া সম্ভব না। তাই দূরের কোন রাস্তায় যাওয়ার জন্য হলেও আমাদের কিন্তু যানবাহনের প্রয়োজন পড়বে। যানবাহন সম্পর্কে না জানলে কিংবা যানবাহনের ব্যবহার না করলে কিন্তু আমাদের অনেক সময়ের অপচয় হবে এবং আমরা সময় মত কোন কাজও করতে পারব না। তাই আমাদের সময় ও শক্তি বাঁচানোর জন্য ইতালীয় ভাষায় যানবাহনের নাম জানা অনেক গুরুত্বপূর্ণ। ইতালিতে যেয়ে যাতে আমাদের কোন সমস্যায় না পড়তে হয় এবং সুন্দর মত চলাফেরা করা সম্ভব হয় তার জন্য আমাদের আগেই এসব শব্দ সম্পর্কে অবগত হওয়া দরকার।
ইতালীয় ভাষায় যানবাহনের নাম –
যেসব যানবাহন আমাদের প্রত্যাহিক জীবনে অনেক কাজে লাগবে এখন আমরা সেই সব যানবাহনের নাম জেনে নেই। অর্থাৎ এখন আমরা ইতালিয়ান ভাষায় যানবাহনের নাম জানব –
| ইতালীয় শব্দ | বাংলা উচ্চারণ | বাংলা অর্থ | ইংলিশ অর্থ |
| Ancora | আঙ্কোরা | নোঙ্গর | Anchor |
| Bandiera | বান্দিয়েরা | পতাকা | Flag |
| Barca | বারকা | নৌকা | Boat man |
| Barcaiolo | বারকাইওলো | নৌকার মাঝি | Storm |
| Burrasca | বুররাস্কা | ঝড় | Cabin |
| Cabina | কাবিনা | ক্যাবিন | Tourist |
| Classe turistica | ক্লাচ্ছে তুরিস্তিকা | পর্যটক শ্ৰেণী | Class |
| Fanale | ফানালে | আলো | Light |
| Mare | মারে | সমুদ্র | Sea |
| Mare calmo | মারে কালমো | শান্ত সাগর | Calm sea |
| Mare agitato | মারে আজিতাতো | অশান্ত সাগর | sea |
| Marea | মারেয়া | স্রোত | Tide |
| Alta marea | আলতা মারেয়া | জোয়ার ভাটা | High tide Low tide |
| Bassa marea | বাচ্ছা মারেয়া | মাছ ধরা | Fishing |
| Pesca | পেস্কা | জেলে | Fisherman |
| Pescatore | পেস্কাতরে | মাছ ধরতে যাওয়া | Fishing |
| Piroscafo | পিরোস্কাফো | স্টীমার | Steamer |
| Porto | পর্তো | বন্দর | Harbour |
| Rimorchiare | রিমরকিয়ারে | গুন টানা | To tug |
| Rotta | রত্তা | পথ | Route |
| Salvagente | ছালভাজেন্তে | জীবন তরী | Life-buoy |
| Scala | স্কালা | মই | Ladder |
| Timone | তিমনে | রাডার | Rudder |
| Traghettare | ত্রাগেত্তারে | পারাপার করা | To ferry |
| Transnaltico | ত্রানস্নালতিকো | লাইনার | Liner |
| Traversata | ত্রাভেরছাতা | অতিক্রম করা | Crossing |
| Vela | ভেলা | বাদাম | Sail |
| Aero | আয়েরো | উড়োজাহাজ | Aeroplace |
| Autobus | আউতোবুস | বাস | Bus |
| Autocarro | আউতোকাররো | লরী | Lorry |
| Automobile | আউতোমবিলে | অটোমোবাইলগাড়ী | Automobile |
| Barca | বারকা | নৌকা | Boat |
| Battello | বাত্তেল্লো | স্টীমার | Steamer |
| Bicicletta | বিছিক্লেত্তা | বাইসাইকেল | Bicycle |
| Camion | কামিয়ন | ট্রাক | Truck |
| Camionetta | কামিওনেত্তা | ছোট ট্রাক | Small truck |
| Carro | কাররো | ঠেলা গাড়ী | Cart |
| Carrozza | কারোচ্ছা | গাড়ী | Carriage |
| Motocicletta | মতোছিক্লিসেত্তা | মটরসাইকেল | Motorcycle |
| Motoscafo | মতোস্কাফো | স্পীডবোট | Motorboat |
| Motoscooter | মতোস্কুতার | স্কুটার | Motorscooter |
| Nave | নাভে | জাহাজ | Ship |
| Piroscafo | পিরোস্কাফো | স্টীমার | Steamer |
| Pullman | পুলম্যান | কোচ | Coach |
| Tram | ত্রাম | ট্রাম | Tram |
| Treno | ত্রেনো | রেলগাড়ি | Train |
সাধারণ জিজ্ঞাসা:
১. এসব ভাষা শিখা কতটা জরুরী?
ইতালীয় ভাষায় যানবাহনের নাম জানা খুবই জরুরী। এর মাধ্যমে জীবনযাপন অতিবাহিত করা যেমন হবে খুব সহজ প্রখ্যান্তরে এসব জিনিস জানা থাকলে ইতালিতে আপনাদের কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। ইতালিতে সুন্দর ও ঝামেলা মুক্ত জীবন অতিবাহিত করার জন্য হলেও এসব যানবাহনের নাম জানা বা শিখা খুবই জরুরী।
২. এসব কিছু ইংরেজিতে বললে কি কোন সমস্যা হবে?
এসব বিষয় আপনাদের সুবিধার জন্য ইংরেজিতে জেনে রাখতে পারেন। তবে ইতালির নতুন সরকার ইতালীয় ভাষা ছাড়া অন্য কোন ভাষার গ্রহণযোগ্যতা দিচ্ছে না। যারা অন্য কোন ভাষায় জীবিকা নির্বাহের কথা ভাবছেন তারা কিন্তু অন্য যেকোন ভাষা কিংবা ইংরেজির ব্যবহার করতে পারবেন না। এমনকি এর ব্যবহারের ফলে জরিমানা দিতে হতে পারে। ইতালির নতুন সরকারের মতে ইতালীয় ভাষার না জানা তাদের দেশকে ও ভাষাকে অসম্মান করা হয়।
ইতালিতে আমরা সকলেই কিন্তু জীবিকার নির্বাহের জন্য অথবা পড়াশোনার কাজে যেয়ে থাকি। জীবিকা নির্বাহের জন্য, পড়াশোনার জন্য বা প্রত্যাহেক জীবনে জীবন যাপন সুন্দর মত করার জন্য আমরা প্রতিনিয়তই স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে থাকে। আর সব সময় এই ভ্রমণ কিন্তু পায়ে হেঁটে করা সম্ভব নয়। পায়ে হেঁটে চলাফেরা করার জন্য যেমন শ্রম ও শক্তি ব্যয় হবে তেমনি ব্যয় হবে সময়ও। আর যদি হয় সেটা দূরের রাস্তা তাহলে কিন্তু আরো সম্ভব নয়। তখন কিন্তু আমাদের যানবাহনের প্রয়োজন হবে। শ্রম শক্তি ও সময় বাঁচানোর জন্য হলেও কিন্তু আমাদের যানবাহনে চড়তে হয় আর এর জন্য আমাদের যানবাহনের নাম সম্পর্কে অবগত থাকা খুবই প্রয়োজন। তাই যাদের স্বপ্ন ইতালিতে পাড়ি জমানো তারা এসব ইতালীয় ভাষায় যানবাহনের নাম যদি আয়ত্ত করে ফেলবেন।
যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা বা অনেকেই ইংরেজি ভাষা সম্পর্কে আমরা অবগত সে ক্ষেত্রে ইতালীয় ভাষা কিন্তু আমাদের কাছে একদমই নতুন। আর এই নতুন ভাষা আয়ত্ত করা আমাদের কাছে তুলনামূলকভাবে একটু কষ্টকর। তবে আমরা যদি চেষ্টা করি তাহলে কিছুই কিন্তু অসম্ভব নয়। আমরা যদি কিছু বিষয় লক্ষ্য করি বা একটু মাথা খাটিয়ে ইতালীয় ভাষা শেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা ইতালীয় ভাষা গুলো খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারব। ইতালির ভাষা আয়ত্ত করার জন্য আমরা খাতায় লিখতে পারি, শব্দ দেখে ভয়েজ রেকর্ড করে নিতে পারি যা পরবর্তীতে বারবার সোনার মাধ্যমেও খুব তাড়াতাড়ি ইতালীয় ভাষা আয়ত্ত করা সম্ভব হবে যারা নতুন রয়েছেন। এছাড়াও যার যেভাবে আয়ত্ত করতে সুবিধা হয় তারা সেভাবে কিন্তু বিষয়গুলো শিখে নিতে পারেন। এভাবে আপনার ইতালীয় ভাষায় যানবাহনের নাম শিখতে পারেন।
আমরা আমাদের সাইটে একদম শুরু থেকে ইতালীয় ভাষা শেখানোর চেষ্টা করছি। আপনারা যদি আমাদের সাইটে এর আগে ভিজিট করে না থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ, বাক্যের ব্যবহার, বিস্ময়বাচক শব্দ ও বাক্য, সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময়, সময় , ব্যাংকিং ও মুদ্রা, ফুলের নাম, যানবাহন, ফল ও শাক সবজি নাম, রেস্টুরেন্ট এর কাজে ব্যবহৃত কিছু শব্দ, নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম সম্পর্কে শিখেছি খুব সুন্দর ভাবে। আর এইসব শব্দ দ্বারাই কিন্তু ইতালিতে আপনারা খুব সুন্দর ভাবে জীবন যাপন অতিবাহিত করতে পারবেন। এসব শব্দ কাজ খোঁজার ক্ষেত্রে বা কাজ পেতেও খুবই সাহায্য করবে আপনাদের। তাই দেরি না করে আজই শিখে ফেলুন ইতালির ভাষা।




