Italian to Bangla

ইতালীয় ভাষায় রেস্টুরেন্টে চাকরির জন্য প্রয়োজনীয় ৪৬ টি শব্দ – না জানলে এখনই জেনে নিন

জীবিকা নির্বাহের জন্য আমরা অনেক দেশে পারি জমাই, অনেক ধরনের কাজ করে থাকি। যারা ইতালিতে যাচ্ছেন তাদের একটি জনপ্রিয় চাকরির স্থল হচ্ছে রেস্টুরেন্ট। তাহলে আপনি কি ইতালিতে গিয়ে রেস্টুরেন্ট কাজ করতে চাচ্ছেন? 

উত্তর যদি হয় হ্যাঁ তাহলে এইখান থেকে আপনি শিখে যেতে পারেন ইতালীয় ভাষায় রেস্টুরেন্টে চাকরির জন্য প্রয়োজনীয় ৪৬ টি শব্দ। রেস্টুরেন্টে কাজ করার জন্য আপনার ইতালীয় ভাষা জানা খুব জরুরী। কারণ ভাষা না জানলে আপনি কাস্টমারদের সাথে কথোপকথন করতে পারবেন না। ইতালিতে যাওয়া ব্যক্তিদের মধ্যে যার ইতালীয় ভাষা বেশি ক্লিয়ার হবে তার বেতনও বেশি হয়ে থাকে।

 

ইতালীয় ভাষায় রেস্টুরেন্টে চাকরির জন্য প্রয়োজনীয় ৪৬ টি শব্দ :

 

যারা ইতালিতে রেস্টুরেন্টে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ইতালীয় ভাষায় রেস্টুরেন্টে চাকরির জন্য প্রয়োজনীয় ৪৬ টি শব্দ হচ্ছে- 

 

ইতালীয় শব্দবাংলা উচ্চারণবাংলা অর্থইংরেজি অর্থ
Apribottigliaআপরি বোতে গলিয়া কর্ক খোলার যন্ত্রOpener
Bicchiereবিক্ কি এরে গ্লাসGlass
Bicchierino  বিকেরিনো ছোট গ্লাসSmall glass
Bottiglia বোতে গলিয়া বোতলBottol
Coltello কল তেল লো ছুরি/  চাকুKnife
Cucchiaino কুকি আই নো ছোট চামচTea spoon
Cucchiaio কুকি  আই ও চামচSpoon
Mestoloমেছ  তোলো গোল চামচRound spoon
Forchettaফর কেত তা কাটা চামচCuttary
piatto পিয়াত তো প্লেটPlate
Posate  পো জাতে কাটলোরিCutlery
Piatto di portata পিয়াতো দি পড়তাতা ডিস/  গামলাDish
Tazzaতাছছা কাপCup
Tazzina তাছছি না ছোট কাপSmall cup 
Forchettone ফর কেত তোনে বড় কাটা চামচBig fork and spoon
Coperchio  কফের কিও ঢাকনাCover
Vassoio ভাছছ ইও ট্রেTray
Padella পাদেললা ফ্রাইপ্যান/ তাওয়াFry pan
Pentola পেন তো লা হাড়িVessel

 

Oliera অলিয়েরাতেলদানিOil vessel
Saliera  ছালিয়েরা লবণদানিSalt vessel
Zuccherieraজক কে রি এরা চিনির পাত্রSugar vessel
Tavoloতা ভলো টেবিলTable
Sedia  ছেদিয়া চেয়ারChair
Tavaglia তো ভালিয়া টেবিল ক্লথTable Cloth 
Insalatieraইন সালাতুয়েরা সালাদ রাখার পাত্রVessel for souse
Frutteira  ফরতেএরাফল রাখার পাত্রVessel for fruit 
Zuppieraজুপপিয়েরা স্যুপের পাত্রVessel for soup
Tavoloতাভোলো টেবিলTable
Sediaছেদিয়া চেয়ারChair 
Tovagliaতোভালিআ টেবিল ক্লথTable cloth
Tovaglioloতোভাগলিয়লো রুমালHandcarchief
Tovagliolo did carataতোভাগলিওলো দি কারতাকাগজের রুমালPaper carcheif
Fornelloফরলে ললোচুলাOven
Forno a leganaফোরনো আ লেএনাকাঠের ওভেনWood oven
Forno elettricoফোরনো এলেতত্রিকোইলেকট্রিক ওভেনElectric oven
Friggittriceফ্রিজ জেত্রিসে তেলের চুলাOil oven
Lavastoviglieলাভছতোভিলিত্র প্লেট ধোয়ার মেশিনPlate washing machine
Lavandinoলর ভানদিনো ব্যাসিংBitching

 

Affettatriceআফ্রেততা ত্রিসে মাংস কাটার মেশিনMeat cutting machine
Grattugiaগ্রাতুজজা ফাকিরার মেশিন মেশিনCoffee machine
Impastatriceইমপাছতাত্রিসে ময়দা ছানার মেশিনMoulding Machine
Frigoফ্রিগো ফ্রিজFreeze
Immondiziaইমমোনদিছছি ময়লা / ময়লার পাত্রDustbin
Saccoছাককো ব্যাগBag
Sacco per immondiziaছাককো পের ইমমোনদিছছিময়লার ব্যাগDust vessel

 

সাধারণ জিজ্ঞাসা:

  • ইতালিয়ান ভাষা শিখবো কি ভাবে?

 

ইতালীয়ান ভাষা বিষয়ে আয়ত্ত করতে চাইলে আপনাকে অবশ্যই বারবার খাতায় লিখতে হবে, ভয়েস রেকর্ড করে বারবার শুনতে হবে যার মাধ্যমে উচ্চারণ ও সঠিক হবে। আর এইসব করার মাধ্যমে আপনারা খুব সহজেই ইতালীয় ভাষা আয়ত করতে পারবেন বা শিখতে পারবেন।

 

  • ইতালিতে অন্য ভাষার ব্যবহার করা যাবে কি?

 

না, ইতালীতে অন্য কোনো ভাষার ব্যাবহার করা যাবে না। কাজের ক্ষেত্রে ইতালীয় ভাষা ব্যতীত অন্য ভাষা ব্যবহার করলে জরিমানা ধরা হবে, এই আইন পাশ করেছে ইতালির নতুন সরকার। তার মতে অন্য ভাষা ব্যবহার করলে ইতালীয় ভাষাকে অপমান করা হয় এবং এটা ক্ষতিকর।  ইংরেজি ভাষা সহ অন্য ভাষা ব্যবহার করলে ১ লক্ষ ইউরো পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। 

 

এসব টুকটাক শব্দ সাধারণত রেস্টুরেন্টে ব্যবহার হয়ে থাকে। এই ইতালীয় ভাষায় রেস্টুরেন্টে চাকরির জন্য প্রয়োজনীয় ৪৬  টি শব্দ আপনি যদি রেস্টুরেন্টে কোন কিছু অর্ডার করতে চান তাও কাজে লাগে।  আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে ইতালীয় ভাষা শিখাবো। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা বা অনেকেই ইংরেজি ভাষা সম্পর্কে আমরা অবগত সে ক্ষেত্রে ইতালীয় ভাষা কিন্তু আমাদের কাছে একদমই নতুন। আর এই নতুন ভাষা আয়ত্ত করা আমাদের কাছে তুলনামূলকভাবে একটু কষ্টকর। তবে আমরা যদি চেষ্টা করি তাহলে কিছুই কিন্তু অসম্ভব নয়। আমরা যদি কিছু বিষয় লক্ষ্য করি বা একটু মাথা খাটিয়ে ইতালীয় ভাষা শেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা ইতালীয় ভাষা গুলো খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারব। ইতালির ভাষা আয়ত্ত করার জন্য আমরা খাতায় লিখতে পারি, শব্দ দেখে ভয়েজ রেকর্ড করে নিতে পারি যা পরবর্তীতে বারবার সোনার মাধ্যমেও খুব তাড়াতাড়ি ইতালীয় ভাষা আয়ত্ত করা সম্ভব হবে যারা নতুন রয়েছেন। এছাড়াও যার যেভাবে আয়ত্ত করতে সুবিধা হয় তারা সেভাবে কিন্তু বিষয়গুলো শিখে নিতে পারেন। 

আমরা আমাদের সাইটে একদম শুরু থেকে ইতালীয় ভাষা শেখানোর চেষ্টা করছি। আপনারা যদি আমাদের সাইটে এর আগে ভিজিট করে না থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ,  বাক্যের ব্যবহার,  বিস্ময়বাচক শব্দ ও বাক্য, সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময়, সময় , ব্যাংকিং ও মুদ্রা, ফুলের নাম, যানবাহন, ফল ও শাক সবজি নাম, রেস্টুরেন্ট এর কাজে ব্যবহৃত কিছু শব্দ, নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম , ইতালীয় ভাষায় যানবাহনের নাম , রেস্টুরেন্টে চাকরির জন্য প্রয়োজনীয় ৮০ টি শব্দ সম্পর্কে শিখেছি খুব সুন্দর ভাবে। আর এইসব শব্দ দ্বারাই কিন্তু ইতালিতে আপনারা খুব সুন্দর ভাবে জীবন যাপন অতিবাহিত করতে পারবেন। এসব শব্দ কাজ খোঁজার ক্ষেত্রে বা কাজ পেতেও খুবই সাহায্য করবে আপনাদের। তাই দেরি না করে আজই শিখে ফেলুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button