ইতালীয় ভাষায় ৫৬ টি নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম – যা না জানলে ইতালীতে থাকতে অনেক সমস্যা হবে

ইতালী যাওয়া অনেকের স্বপ্ন। পড়াশোনা, জীবিকা নির্বাহ কিংবা স্থায়ীভাবে বসবাসের জন্য অনেকেই ইতালিতে পারি জমায়। যেখানে দৈনন্দিন চলাফেরা করার জন্য আমাদের অনেক জিনিসের প্রয়োজন পরে। আপনাদের কি মনে হয় না নিত্য প্রয়োজনীয় জিনিস সম্পর্কে জানা প্রয়োজন?
হ্যাঁ অবশ্যই নিত্য প্রয়োজনীয় জিনিস সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দৈনন্দিন জীবনে চলাফেরা করার জন্য ও জীবিকা নির্বাহের জন্য যে কাজ করা হবে সেক্ষেত্রে ও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই আমরা ইতালীয় ভাষায় ৫৬ টি নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম শিখব। আমরা যে কাজেই যাই না কেন সেটা হোক পড়াশোনা, জীবিকা নির্বাহ কিংবা স্থায়ীভাবে বসবাস করা সবকিছুর ক্ষেত্রেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বেশ কিছু জিনিসের প্রয়োজন পড়ে। আমাদের কিছু মৌলিক চাহিদা সব সময় থেকে যায় আর এইসব মৌলিক চাহিদাগুলোর মধ্যে বস্ত্র কিংবা পোশাক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আধুনিক সভ্যতার যুগে বসবাস করছি যেখানে যুগের সাথে তাল মিলিয়ে এবং পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের বিভিন্ন ধরনের পোশাক পরিধান করতে হয়। আমরা কিন্তু কেউই পোশাক পরিধান না করে বাইরে বেরোই না, পোশাক নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন কালচারের পোশাক পরিধান করা হয়। ইতালিতে বসবাসের জন্য ইতালিয়ান কালচার এর ওপর নির্ভর করে অনেক সময় অনেক পোশাক পরিধান করতে হবে। তাই এসব পোশাক সম্পর্কে জানা আমাদের অনেক জরুরী একটি জিনিস।
ইতালীয় ভাষায় ৫৬ টি নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম
যেহেতু অনেকে ইতালিতে পারি জমাতে চাচ্ছেন এবং সকলেরই নিত্যপ্রয়োজনীয় জিনিসের কিছু চাহিদা রয়েছে তাই আমাদের ইতালীয় ভাষায় নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম শিখা খুবই প্রয়োজন। আসুন আমরা ইতালীয় ভাষায় ৫৬ টি নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম শিখি –
ইতালিও শব্দ | বাংলা উচ্চারণ | বাংলা অর্থ | ইংলিশ অর্থ |
|---|---|---|---|
| Mutande | মুতাব্দে | প্যান্ট | Pants |
| Camicetta | কামিছেত্তা | ব্লাউজ | Blouse |
| Gonna | গন্না | স্কার্ট | Skirt |
| Guanti | গুয়ান্তি | হাতমোজা | Hand Gloves |
| Scarpe | স্কারপে | জুতা | Shoes |
| Sciarpa | সারপা | ওড়না | Scarf |
| Colletto | কল্লেত্তো | কলার | Collar |
| Fazzoletto | ফাচ্ছোলেত্তো | রুমাল | Handkerchief |
| Maglia | মালইয়া | গেঞ্জী | Vest |
| Soprabito | ছপরাবিতো | ওভারকোট | Overcoat |
| Calze | কালছে | মোজা | Socks |
| Camicia | কামিছিয়া | শার্ট | Shirt |
| Abito complete | আবিতো কমপ্লেতো | কমপ্লিট সুট | Suit |
| Calzoni | কালছনি | পাজামা | Trousers |
| Cappello | কাপ্পেল্লো | টুপী | Hat |
| Cintura | চিন্তুরা | বেল্ট | Belt |
| Cravatta | ক্রাভাত্তা | টাই | Tie |
| Giacca | জাককা | জ্যাকেট | Jacket |
| Sottana | সত্তানা | পেটিকোট | Petticoat |
| Sottoveste | সত্তোভেস্তে | জাইঙ্গা | Slip |
| Vestaglia | ভেস্তালইয়া | গাওন | Dressing gown |
| Camicia da giorno | কামছা দা জোরনো | সেমিজ | Chemise |
| Reggipetto | রেজিপেত্তো | ব্রেসিয়ার | Brassiers |
| Cotone | কতনে | সুতা | Cotton |
| Crespo | ক্রেস্পো | ক্রেপ কাপড় | Crepe |
| Lana | লানা | পশম | Wool |
| Maglia da lana | মালিয়া দি লানা | পশমের গেঞ্জী | Woollen jersey |
| Lino | লিনো | লিনেন | Linen |
| Pelo di cammello | পেলো দি কাম্মেল্লো | উটের পশম | Camel hair |
| seta | সেতা | সিল্ক | Silk |
| Maglia di seta | মালিয়া দি ছেতা | সিল্কের গেঞ্জি | Silk jersey |
| Voile | ভইলে | ভয়েল | Voil |
| Cazatura | কালছাতুরা | জুতা | Shoes |
| Calzare | কালছারে | জুতা তৈরি | To shoe |
| Calzolaio | কালছোলইয়ো | যে জুতা তৈরি করে | Shoemaker |
| Ciabattino | ছাবাত্তিনো | মুচি | Cobbler |
| Fibbia | ফিব্বিয়া | রেক্সিন | Buckle |
| Forma | ফরমা | ফরমা | Last |
| Lucido da carpe | লুছিদো দা স্কারপে | জুতা পলিশ | Shoe polish |
| Lustrascarpe | লুস্রা স্কারপে | কালো জুতা | Shoe-black |
| Pelle | পেল্লে | চামড়া | Skin |
| Tela | তেলা | মোটা কাপড় | Cloth |
| Oderator di pelo | ফদেরাতো দি পেলো | লোম দ্বারা ঢাকা | Fur lined |
| Misura | মিজুরা | মাপ | Size |
| Pantafola | পান্তাফলা | সেন্ডেল | Fur lined |
| Piede | পিয়েদে | পা | Foot |
| Punta | পুনতা | বৃদ্ধাঙ্গুল | Toe |
| Sandalo | ছানদাল | সেন্ডেল | Sandal |
| Scarpa bassa | স্কারপা বাচ্চা | নিচু জুতা | Shoe |
| Scarpa alta | স্কারপা আলতা | উচু জুতা | Boot |
| Spazzola da scarpe | স্পাচ্ছোলা দা স্কারপো | জুতার ব্রাশ | Shoe-brush |
| Stivali | স্তিভালে | বুট-জুতা | High boots |
| Stringhe | স্ক্রিনগে | জুতার লেছ | Lace |
| Suola | ছুওলা | ছোল | Sole |
| Tacco | তাক্কো | হীল | Heal |
| Zoccolo | ঝক্কল | খড়ম | Clog |
সাধারণ জিজ্ঞাসা:
১. এসব ভাষা শিখা কতটা জরুরী?
নিত্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানা খুবই জরুরী। এর মাধ্যমে জীবনযাপন অতিবাহিত করা যেমন হবে খুব সহজ প্রখ্যান্তরে এসব জিনিস জানা থাকলে ইতালিতে আপনাদের কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। ইতালিতে সুন্দর ও ঝামেলা মুক্ত জীবন অতিবাহিত করার জন্য হলেও এসব নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম জানা বা শিখা খুবই জরুরী।
২. এসব কিছু ইংরেজিতে বললে কি কোন সমস্যা হবে?
এসব বিষয় আপনাদের সুবিধার জন্য ইংরেজিতে জেনে রাখতে পারেন। তবে ইতালির নতুন সরকার ইতালীয় ভাষা ছাড়া অন্য কোন ভাষার গ্রহণযোগ্যতা দিচ্ছে না। যারা অন্য কোন ভাষায় জীবিকা নির্বাহের কথা ভাবছেন তারা কিন্তু অন্য যেকোন ভাষা কিংবা ইংরেজির ব্যবহার করতে পারবেন না। এমনকি এর ব্যবহারের ফলে জরিমানা দিতে হতে পারে। ইতালির নতুন সরকারের মতে ইতালীয় ভাষার না জানা তাদের দেশকে ও ভাষাকে অসম্মান করা হয়।
এসব নিত্য প্রয়োজনীয় শব্দ শেখা থাকলে ভবিষ্যতে অনেক কাজে দিবে যারা ইতালিতে যেতে চাচ্ছেন বা যাবেন। এসব শব্দ ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় বা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবেন। তার পাশাপাশি আপনারা চাইলে বিভিন্ন দোকানে কাজের ক্ষেত্রে অর্থাৎ জীবিকা নির্ভর ক্ষেত্রে এসব শব্দের ব্যবহার করতে পারবেন। ইতালিতে যেহেতু নতুন সরকার কিছু নতুন নিয়ম করেছে সে ক্ষেত্রে যাদের স্বপ্ন ইতালিতে যাওয়া বা ইতালিতে স্থায়ীভাবে বসবাস করা তাদের ক্ষেত্রে এসব শব্দ শেখা বাঞ্ছনীয়। এসব শব্দ ব্যবহার করে দৈনন্দিন জীবনে অনেক সমস্যা সমাধান করা সম্ভব।
যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা বা অনেকেই ইংরেজি ভাষা সম্পর্কে আমরা অবগত সে ক্ষেত্রে ইতালীয় ভাষা কিন্তু আমাদের কাছে একদমই নতুন। আর এই নতুন ভাষা আয়ত্ত করা আমাদের কাছে তুলনামূলকভাবে একটু কষ্টকর। তবে আমরা যদি কিছু বিষয় লক্ষ্য করি বা একটু মাথা খাটিয়ে ইতালীয় ভাষা শেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা ইতালীয় ভাষা গুলো খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারব। ইতালির ভাষা আয়ত্ত করার জন্য আমরা খাতায় লিখতে পারি, শব্দ দেখে ভয়েজ রেকর্ড করে নিতে পারি যা পরবর্তীতে বারবার সোনার মাধ্যমেও খুব তাড়াতাড়ি ইতালীয় ভাষা আয়ত্ত করা সম্ভব হবে যারা নতুন রয়েছেন। এছাড়াও যার যেভাবে আয়ত্ত করতে সুবিধা হয় তারা সেভাবে কিন্তু বিষয়গুলো শিখে নিতে পারেন। এভাবে আপনার ইতালীয় ভাষায় ৫৬ টি নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম শিখতে পারেন।
আমরা আমাদের সাইটে একদম শুরু থেকে ইতালীয় ভাষা শেখানোর চেষ্টা করছি। আপনারা যদি আমাদের সাইটে এর আগে ভিজিট করে না থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ, বাক্যের ব্যবহার, বিস্ময়বাচক শব্দ ও বাক্য, সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময়, সময় , ব্যাংকিং ও মুদ্রা, ফুলের নাম, যানবাহন, ফল ও শাক সবজি নাম, রেস্টুরেন্ট এর কাজে ব্যবহৃত কিছু শব্দ সম্পর্কে শিখেছি খুব সুন্দর ভাবে। আর এইসব শব্দ দ্বারাই কিন্তু ইতালিতে আপনারা খুব সুন্দর ভাবে জীবন যাপন অতিবাহিত করতে পারবেন। এসব শব্দ কাজ খোঁজার ক্ষেত্রে বা কাজ পেতেও খুবই সাহায্য করবে আপনাদের। তাই দেরি না করে আজই শিখে ফেলুন ইতালির ভাষা।




