Italian to Bangla

ইতালীয় ভাষায় ৫৬ টি নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম – যা না জানলে ইতালীতে থাকতে অনেক সমস্যা হবে

ইতালী যাওয়া অনেকের স্বপ্ন। পড়াশোনা, জীবিকা নির্বাহ কিংবা স্থায়ীভাবে বসবাসের জন্য অনেকেই ইতালিতে পারি জমায়। যেখানে দৈনন্দিন চলাফেরা করার জন্য আমাদের অনেক জিনিসের প্রয়োজন পরে। আপনাদের কি মনে হয় না নিত্য প্রয়োজনীয় জিনিস সম্পর্কে জানা প্রয়োজন?

হ্যাঁ অবশ্যই নিত্য প্রয়োজনীয় জিনিস সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দৈনন্দিন জীবনে চলাফেরা করার জন্য ও জীবিকা নির্বাহের জন্য যে কাজ করা হবে সেক্ষেত্রে ও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই আমরা ইতালীয় ভাষায় ৫৬ টি নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম শিখব। আমরা যে কাজেই যাই না কেন সেটা হোক পড়াশোনা,  জীবিকা নির্বাহ কিংবা স্থায়ীভাবে বসবাস করা সবকিছুর ক্ষেত্রেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বেশ কিছু জিনিসের প্রয়োজন পড়ে। আমাদের কিছু মৌলিক চাহিদা সব সময় থেকে যায় আর এইসব মৌলিক চাহিদাগুলোর মধ্যে বস্ত্র কিংবা পোশাক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আধুনিক সভ্যতার যুগে বসবাস করছি যেখানে যুগের সাথে তাল মিলিয়ে এবং পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের বিভিন্ন ধরনের পোশাক পরিধান করতে হয়। আমরা কিন্তু কেউই পোশাক পরিধান না করে বাইরে বেরোই না, পোশাক নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন কালচারের পোশাক পরিধান করা হয়। ইতালিতে বসবাসের জন্য ইতালিয়ান কালচার এর ওপর নির্ভর করে অনেক সময় অনেক পোশাক পরিধান করতে হবে। তাই এসব পোশাক সম্পর্কে জানা আমাদের অনেক জরুরী একটি জিনিস। 

ইতালীয় ভাষায় ৫৬ টি নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম 

যেহেতু অনেকে ইতালিতে পারি জমাতে চাচ্ছেন এবং সকলেরই নিত্যপ্রয়োজনীয় জিনিসের কিছু চাহিদা রয়েছে তাই আমাদের ইতালীয় ভাষায় নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম শিখা খুবই প্রয়োজন। আসুন আমরা ইতালীয় ভাষায় ৫৬ টি নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম শিখি –

ইতালিও শব্দ

বাংলা উচ্চারণবাংলা অর্থ

ইংলিশ অর্থ

Mutandeমুতাব্দেপ্যান্টPants
Camicettaকামিছেত্তাব্লাউজBlouse
Gonnaগন্নাস্কার্টSkirt
Guantiগুয়ান্তিহাতমোজাHand Gloves
Scarpeস্কারপেজুতাShoes
Sciarpaসারপাওড়নাScarf
Collettoকল্লেত্তোকলারCollar
Fazzolettoফাচ্ছোলেত্তোরুমালHandkerchief
Magliaমালইয়াগেঞ্জীVest
SoprabitoছপরাবিতোওভারকোটOvercoat
CalzeকালছেমোজাSocks
Camiciaকামিছিয়াশার্টShirt
Abito completeআবিতো কমপ্লেতোকমপ্লিট সুটSuit
CalzoniকালছনিপাজামাTrousers
Cappelloকাপ্পেল্লোটুপীHat
Cinturaচিন্তুরাবেল্টBelt
Cravattaক্রাভাত্তাটাইTie
Giaccaজাককাজ্যাকেটJacket
Sottanaসত্তানাপেটিকোটPetticoat
Sottovesteসত্তোভেস্তেজাইঙ্গাSlip
Vestagliaভেস্তালইয়াগাওনDressing gown
Camicia da giornoকামছা দা জোরনোসেমিজChemise
Reggipettoরেজিপেত্তোব্রেসিয়ারBrassiers
CotoneকতনেসুতাCotton
Crespoক্রেস্পোক্রেপ কাপড়Crepe
LanaলানাপশমWool
Maglia da lanaমালিয়া দি লানাপশমের গেঞ্জীWoollen jersey
LinoলিনোলিনেনLinen
Pelo di cammelloপেলো দি কাম্মেল্লোউটের পশমCamel hair
setaসেতাসিল্কSilk
Maglia di setaমালিয়া দি ছেতাসিল্কের গেঞ্জিSilk jersey
Voileভইলেভয়েলVoil
CazaturaকালছাতুরাজুতাShoes
Calzareকালছারেজুতা তৈরিTo shoe
Calzolaioকালছোলইয়োযে জুতা তৈরি করেShoemaker
Ciabattinoছাবাত্তিনোমুচিCobbler
Fibbiaফিব্বিয়ারেক্সিনBuckle
FormaফরমাফরমাLast
Lucido da carpeলুছিদো দা স্কারপেজুতা পলিশShoe polish
Lustrascarpeলুস্রা স্কারপেকালো জুতাShoe-black
Pelleপেল্লেচামড়াSkin
Telaতেলামোটা কাপড়Cloth
Oderator di peloফদেরাতো দি পেলোলোম দ্বারা ঢাকাFur lined
MisuraমিজুরামাপSize
Pantafolaপান্তাফলাসেন্ডেলFur lined
Piedeপিয়েদেপাFoot
Puntaপুনতাবৃদ্ধাঙ্গুলToe
Sandaloছানদালসেন্ডেলSandal
Scarpa bassaস্কারপা বাচ্চানিচু জুতাShoe
Scarpa altaস্কারপা আলতাউচু জুতাBoot
Spazzola da scarpeস্পাচ্ছোলা দা স্কারপোজুতার ব্রাশShoe-brush
Stivaliস্তিভালেবুট-জুতাHigh boots
Stringheস্ক্রিনগেজুতার লেছLace
SuolaছুওলাছোলSole
Taccoতাক্কোহীলHeal
Zoccoloঝক্কলখড়মClog

সাধারণ জিজ্ঞাসা:

 

১. এসব ভাষা শিখা কতটা জরুরী?

নিত্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানা খুবই জরুরী। এর মাধ্যমে জীবনযাপন অতিবাহিত করা যেমন হবে খুব সহজ প্রখ্যান্তরে এসব জিনিস জানা থাকলে ইতালিতে আপনাদের কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। ইতালিতে সুন্দর ও ঝামেলা মুক্ত জীবন অতিবাহিত করার জন্য হলেও এসব নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম জানা বা শিখা খুবই জরুরী।

২. এসব কিছু ইংরেজিতে বললে কি কোন সমস্যা হবে?

এসব বিষয় আপনাদের সুবিধার জন্য ইংরেজিতে জেনে রাখতে পারেন। তবে ইতালির নতুন সরকার ইতালীয় ভাষা ছাড়া অন্য কোন ভাষার গ্রহণযোগ্যতা দিচ্ছে না। যারা অন্য কোন ভাষায় জীবিকা নির্বাহের কথা ভাবছেন তারা কিন্তু অন্য যেকোন ভাষা কিংবা ইংরেজির ব্যবহার করতে পারবেন না। এমনকি এর ব্যবহারের ফলে জরিমানা দিতে হতে পারে। ইতালির নতুন সরকারের মতে ইতালীয় ভাষার না জানা তাদের দেশকে ও ভাষাকে অসম্মান করা হয়।

 

এসব নিত্য প্রয়োজনীয় শব্দ শেখা থাকলে ভবিষ্যতে অনেক কাজে দিবে যারা ইতালিতে যেতে চাচ্ছেন বা যাবেন। এসব শব্দ ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় বা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবেন। তার পাশাপাশি আপনারা চাইলে বিভিন্ন দোকানে কাজের ক্ষেত্রে অর্থাৎ জীবিকা নির্ভর ক্ষেত্রে এসব শব্দের ব্যবহার করতে পারবেন। ইতালিতে যেহেতু নতুন সরকার কিছু নতুন নিয়ম করেছে সে ক্ষেত্রে যাদের স্বপ্ন ইতালিতে যাওয়া বা ইতালিতে স্থায়ীভাবে বসবাস করা তাদের ক্ষেত্রে এসব শব্দ শেখা বাঞ্ছনীয়। এসব শব্দ ব্যবহার করে দৈনন্দিন জীবনে অনেক সমস্যা সমাধান করা সম্ভব।

যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা বা অনেকেই ইংরেজি ভাষা সম্পর্কে আমরা অবগত সে ক্ষেত্রে ইতালীয় ভাষা কিন্তু আমাদের কাছে একদমই নতুন। আর এই নতুন ভাষা আয়ত্ত করা আমাদের কাছে তুলনামূলকভাবে একটু কষ্টকর। তবে আমরা যদি কিছু বিষয় লক্ষ্য করি বা একটু মাথা খাটিয়ে ইতালীয় ভাষা শেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা ইতালীয় ভাষা গুলো খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারব। ইতালির ভাষা আয়ত্ত করার জন্য আমরা খাতায় লিখতে পারি, শব্দ দেখে ভয়েজ রেকর্ড করে নিতে পারি যা পরবর্তীতে বারবার সোনার মাধ্যমেও খুব তাড়াতাড়ি ইতালীয় ভাষা আয়ত্ত করা সম্ভব হবে যারা নতুন রয়েছেন। এছাড়াও যার যেভাবে আয়ত্ত করতে সুবিধা হয় তারা সেভাবে কিন্তু বিষয়গুলো শিখে নিতে পারেন। এভাবে আপনার ইতালীয় ভাষায় ৫৬ টি নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম শিখতে পারেন।

আমরা আমাদের সাইটে একদম শুরু থেকে ইতালীয় ভাষা শেখানোর চেষ্টা করছি। আপনারা যদি আমাদের সাইটে এর আগে ভিজিট করে না থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ,  বাক্যের ব্যবহার,  বিস্ময়বাচক শব্দ ও বাক্য, সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময়, সময় , ব্যাংকিং ও মুদ্রা, ফুলের নাম, যানবাহন, ফল ও শাক সবজি নাম, রেস্টুরেন্ট এর কাজে ব্যবহৃত কিছু শব্দ সম্পর্কে শিখেছি খুব সুন্দর ভাবে। আর এইসব শব্দ দ্বারাই কিন্তু ইতালিতে আপনারা খুব সুন্দর ভাবে জীবন যাপন অতিবাহিত করতে পারবেন। এসব শব্দ কাজ খোঁজার ক্ষেত্রে বা কাজ পেতেও খুবই সাহায্য করবে আপনাদের। তাই দেরি না করে আজই শিখে ফেলুন ইতালির ভাষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button