ইতালিয়ান ভাষায় বর্ণমালা A – Z পর্যন্ত উচ্চারণ – পর্ব 2 আজই শিখে নিন

অনেকেরই স্বপ্নের দেশ হচ্ছে ইতালি। যেখানে যাওয়ার জন্য অনেকেই অনেক ধরনের চেষ্টা করে থাকে। তাহলে এখন প্রশ্ন হলো ইতালিতে যাওয়া ও বসবাসের ক্ষেত্রে ভাষা জানা কি জরুরী? ইতালিয়ান ভাষায় বর্ণমালা A – Z পর্যন্ত উচ্চারণ জানা কি জরুরী?
হ্যাঁ, ইতালিতে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ভাষা শিক্ষা। ভাষা জানা না থাকলে ইতালিতে বসবাস করা অনেক কষ্টকর আর যারা ভাষা জানে তাদের ভিসা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। ভাষা জানা ছাড়া কোন কাজ করাও অনেক কষ্টকর হয়ে যায় ইতালিতে। তাই আজ আমরা শিখবো ইতালিয়ান ভাষায় বর্ণমালা A – Z পর্যন্ত উচ্চারণ।
ইতালিয়ান ভাষায় বর্ণমালা A – Z পর্যন্ত উচ্চারণ –
আমরা যখন নতুন কথা বলতে শিখি তখন কিন্তু আমাদের মা আগে আমাদের বর্ণমালা গুলোই শিখাতো। কারণ বর্ণমালা না জানলে কোন ভাষা শিখা সম্ভব না। ইংরেজি বর্ণমালা ২৬ টি, কিন্তু ইতালিয়ান বর্ণমালা ২১ টি। J, K, W, X, Y এই পাঁচটি অক্ষর ইতালীয় বর্ণমালায় অন্তর্ভুক্ত নেই। তবে বিভিন্ন বিদেশি শব্দের উচ্চারণের প্রয়োজনে এই অক্ষরগুলো ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আসুন আজ আমরা বর্ণমালাগুলোই আগে শিখি। ইতালিয়ান ভাষায় বর্ণমালা A – Z পর্যন্ত উচ্চারণ গুলো হল:
| ইংলিশ | ইটালিয়ান বাংলা উচ্চারণ | ইটালিয়ান ইংলিশ উচ্চারণ |
| A | আ | ah |
| B | বি | bee |
| C | চি | chee |
| D | ডি | dee |
| E | এ | eh |
| F | এফফে | effe |
| G | জি | jee |
| H | আক্কা | acca |
| I | ই | ee |
| J | ইলুংগা | I lunga |
| K | কাপ্পা | cappa |
| L | এল্লে | elle |
| M | এম্মে | emme |
| N | এন্নে | enne |
| O | অ | o |
| P | পি | pi |
| Q | কু | cu |
| R | এররে | erre |
| S | এসসে | esse |
| T | তি | ti |
| U | উ | u |
| V | ভু | voo |
| W | দুপ্পিয়া ভু/ দুপ্পিয়া ভি | Doppia Vu |
| X | ইক্স | ics |
| Y | ইপসিলন | ipsilon |
| Z | জেতা | zeta |
এর মধ্যে কিছু শব্দ রয়েছে যা উচ্চারণ করতে গেলে সাধারণত আমাদের ভুল হয়ে থাকে, সেই বর্ণমালা গুলো আমরা ভালোমতো আয়ত্ত করার চেষ্টা করব। বর্ণমালা গুলো হল:-
| C | চি | chee |
| D | ডি | dee |
| E | এ | eh |
| H | আক্কা | acca |
| I | ই | ee |
| J | ইলুংগা | I lunga |
| O | অ | o |
| R | এররে | erre |
| T | তি | ti |
| Z | জেতা | zeta |
সাধারণ জিজ্ঞাসা:
- ইতালিয়ান ভাষা শিখবো কি ভাবে?
ইতালীয়ান ভাষা বিষয়ে আয়ত্ত করতে চাইলে আপনাকে অবশ্যই বারবার খাতায় লিখতে হবে, ভয়েস রেকর্ড করে বারবার শুনতে হবে যার মাধ্যমে উচ্চারণ ও সঠিক হবে। আর এইসব করার মাধ্যমে আপনারা খুব সহজেই ইতালীয় ভাষা আয়ত করতে পারবেন বা শিখতে পারবেন।
- ইতালিতে অন্য ভাষার ব্যবহার করা যাবে কি?
না, ইতালীতে অন্য কোনো ভাষার ব্যাবহার করা যাবে না। কাজের ক্ষেত্রে ইতালীয় ভাষা ব্যতীত অন্য ভাষা ব্যবহার করলে জরিমানা ধরা হবে, এই আইন পাশ করেছে ইতালির নতুন সরকার। তার মতে অন্য ভাষা ব্যবহার করলে ইতালীয় ভাষাকে অপমান করা হয় এবং এটা ক্ষতিকর। ইংরেজি ভাষা সহ অন্য ভাষা ব্যবহার করলে ১ লক্ষ ইউরো পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
অনেকে আরও অনেক উচ্চারণে সমস্যা হতে পারে, তবে স্বাভাবিক রূপে এই কয়টি উচ্চারণে বেশি সমস্যা হয়ে থাকে। এটি ছিল একটি প্রাথমিক ধারণা এর মাধ্যমে আপনারা ইতালীয় আলফাবেট গুলো শিখতে পারবেন। বাংলাদেশ থেকে ইতালীয় ভাষা শিখে যেতে চান তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরী একটি বিষয়। আপনারা ইতালিয়ান ভাষায় বর্ণমালা A – Z পর্যন্ত উচ্চারণ শিখে নিতে পারেন। আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে ইতালীয় ভাষা শিখাবো।
যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা বা অনেকেই ইংরেজি ভাষা সম্পর্কে আমরা অবগত সে ক্ষেত্রে ইতালীয় ভাষা কিন্তু আমাদের কাছে একদমই নতুন। আর এই নতুন ভাষা আয়ত্ত করা আমাদের কাছে তুলনামূলকভাবে একটু কষ্টকর। তবে আমরা যদি চেষ্টা করি তাহলে কিছুই কিন্তু অসম্ভব নয়। আমরা যদি কিছু বিষয় লক্ষ্য করি বা একটু মাথা খাটিয়ে ইতালীয় ভাষা শেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা ইতালীয় ভাষা গুলো খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারব। ইতালির ভাষা আয়ত্ত করার জন্য আমরা খাতায় লিখতে পারি, শব্দ দেখে ভয়েজ রেকর্ড করে নিতে পারি যা পরবর্তীতে বারবার সোনার মাধ্যমেও খুব তাড়াতাড়ি ইতালীয় ভাষা আয়ত্ত করা সম্ভব হবে যারা নতুন রয়েছেন। এছাড়াও যার যেভাবে আয়ত্ত করতে সুবিধা হয় তারা সেভাবে কিন্তু বিষয়গুলো শিখে নিতে পারেন।
আমরা আমাদের সাইটে একদম শুরু থেকে ইতালীয় ভাষা শেখানোর চেষ্টা করছি। আপনারা যদি আমাদের সাইটে এর আগে ভিজিট করে না থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ, বাক্যের ব্যবহার, বিস্ময়বাচক শব্দ ও বাক্য, সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময়, সময় , ব্যাংকিং ও মুদ্রা, ফুলের নাম, যানবাহন, ফল ও শাক সবজি নাম, রেস্টুরেন্ট এর কাজে ব্যবহৃত কিছু শব্দ, নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম , ইতালীয় ভাষায় যানবাহনের নাম, ইতালীয় ভাষায় রেস্টুরেন্টে চাকরির জন্য প্রয়োজনীয় ৪৬ টি শব্দ সম্পর্কে, ইতালীয় ভাষায় 1 – 100 পর্যন্ত ও অন্যান্য সংখ্যা শিখেছি খুব সুন্দর ভাবে। আর এইসব শব্দ দ্বারাই কিন্তু ইতালিতে আপনারা খুব সুন্দর ভাবে জীবন যাপন অতিবাহিত করতে পারবেন। এসব শব্দ কাজ খোঁজার ক্ষেত্রে বা কাজ পেতেও খুবই সাহায্য করবে আপনাদের। তাই দেরি না করে আজই শিখে ফেলুন।



