ইতালিয়ান ভাষায় বর্ণমালা A থেকে Z পর্যন্ত উচ্চারণ

A থেকে Z পর্যন্ত উচ্চারণ
অনেকেরই স্বপ্নের দেশ হচ্ছে ইতালি। যেখানে যাওয়ার জন্য অনেকেই অনেক ধরনের চেষ্টা করে থাকে। আর এই ইতালিতে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ভাষা শিক্ষা। ভাষা জানা না থাকলে ইতালিতে বসবাস করা অনেক কষ্টকর আর যারা ভাষা জানে তাদের ভিসা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। ভাষা জানা ছাড়া কোন কাজ করাও অনেক কষ্টকর হয়ে যায় ইতালিতে।
আমরা যখন নতুন কথা বলতে শিখি তখন কিন্তু আমাদের মা আগে আমাদের বর্ণমালা গুলোই শিখাতো। কারণ বর্ণমালা না জানলে কোন ভাষা শিখা সম্ভব না। ইংরেজি বর্ণমালা ২৬ টি, কিন্তু ইতালিয়ান বর্ণমালা ২১ টি। J, K, W, X, Y এই পাঁচটি অক্ষর ইতালীয় বর্ণমালায় অন্তর্ভুক্ত নেই। তবে বিভিন্ন বিদেশি শব্দের উচ্চারণের প্রয়োজনে এই অক্ষরগুলো ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আসুন আজ আমরা বর্ণমালাগুলোই আগে শিখি।ইতালিয়ান ভাষায় বর্ণমালা A থেকে Z পর্যন্ত উচ্চারণ গুলো হল:
- A = আ
- B = বি
- C = চি
- D = ডি
- E = এ
- F = এফফে
- G = জি
- H = আক্কা
- I = ই
- J = ইলুংগা
- K = কাপ্পা
- L = এল্লে
- M = এম্মে
- N = এন্নে
- O = অ
- P = পি
- Q = কু
- R = এররে
- S = এসসে
- T = তি
- U = উ
- V = ভু
- W = দুপ্পিয়া ভু/ দুপ্পিয়া ভি
- X = ইক্স
- Y = ইপসিলন
- Z = জেতা
এর মধ্যে কিছু শব্দ রয়েছে যা উচ্চারণ করতে গেলে সাধারণত আমাদের ভুল হয়ে থাকে, সেই বর্ণমালা গুলো আমরা ভালোমতো আয়ত্ত করার চেষ্টা করব। বর্ণমালা গুলো হল:-
- C = চি
- D = ডি
- E = এ
- H = আক্কা
- I = ই
- J = ইলুংগা
- O = অ
- R = এররে
- T = তি
- Z = জেতা
অনেকে আরও অনেক উচ্চারণে সমস্যা হতে পারে, তবে স্বাভাবিক রূপে এই কয়টি উচ্চারণে বেশি সমস্যা হয়ে থাকে। এটি ছিল একটি প্রাথমিক ধারণা এর মাধ্যমে আপনারা ইতালীয় আলফাবেট গুলো শিখতে পারবেন। বাংলাদেশ থেকে ইতালীয় ভাষা শিখে যেতে চান তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরী একটি বিষয়। আপনারা চাইলে কাগজে-কলমে লিখেও অক্ষরগুলো শেখার চেষ্টা করতে পারেন। স্বাভাবিকভাবে আমাদের সাইটে আর এই ধারনের ভাষা দেওয়া হবে আশা করি আপনাদের কাজে লাগবে এবং এর মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকেই ইতালির ভাষা শিখে ইতালিতে আসতে পারবেন।




