ইতালীয় ভাষায় বচন ও লিঙ্গ

আমরা যখনই কথা বলি না কেন আমাদের বচন ও লিখব ঠিক রাখা কিন্তু অনেক বেশি জরুরী। আমরা জানি লিঙ্গের ক্ষেত্রে ছেলেকে “সে” বলে সম্বোধন করা হয় এবং মেয়েকে “তিনি” বলে সম্বোধন করা হয় এখন আমরা যদি এটা উল্টাপাল্টা বলে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমরা সমস্যায় পড়তে পারি। আবার বহু বছর “তোমরা” এর জায়গায় যদি আমরা “তুমি” বলি অর্থাৎ একবচন বলি সে ক্ষেত্র কিন্তু আমাদের সমস্যায় পড়তে হতে পারে।
আসুন তাহলে আমরা শিখে নেই কিভাবে ইতালীয় ভাষায় বচন ও লিঙ্গ বলতে হবে :
- io ( ইয় )
আমি
Me
- Tu ( তু )
তুমি
You
- Lui ( লুই )
সে / ছেলে
He / boy
- Lei ( লেই )
তিনি / মেয়ে
She / girl
- Noi ( নই )
আমরা
We
- Voi ( ভই )
তোমরা
You
- Loro ( লর)
তারা
They
- Nostro ( নসত্র )
আমাদের
Our
- La donna ( লা দন্না )
মহিলা
Women
আমরা শুরু থেকে সব শিখব তাই অল্প অল্প করে এগোচ্ছি যারা নতুন আমাদের সাইটে তাদের জন্য আমাদের আগের লেখাগুলো রয়েছে যেখানে আমরা অ্যালফাবেট, সংখ্যা, মাস ও দিনের ও ঋতুর নাম, পরিচয় ও সালাম এই সব কিছু শিখিয়েছে। অবশ্যই নতুনরা সেই লেখাগুলো থেকে শিখে তারপর ধাপে ধাপে এগুলো শিখবে। আশা করি এই শব্দগুলো আপনাদের অনেক সাহায্য করবে ইতালি ভাষা শিখতে। আপনারা এই শব্দগুলো বারবার লিখে, মুখে বলে রেকর্ড করে শিখতে পারেন।




