Italian to Bangla

ইতালীয় ভাষায় রেস্টুরেন্টে চাকরির জন্য প্রয়োজনীয় ৮০ টি শব্দ – না জানলে এখনই জেনে নিন

জীবিকা নির্বাহের জন্য আমরা অনেক দেশে পারি জমাই, অনেক ধরনের কাজ করে থাকি। যারা ইতালিতে যাচ্ছেন তাদের একটি জনপ্রিয় চাকরির স্থল হচ্ছে রেস্টুরেন্ট। তাহলে আপনি কি ইতালিতে গিয়ে রেস্টুরেন্ট কাজ করতে চাচ্ছেন? 

রেস্টুরেন্টে কাজ করার জন্য আপনার ইতালীয় ভাষা জানা খুব জরুরী। কারণ ভাষা না জানলে আপনি কাস্টমারদের সাথে কথোপকথন করতে পারবেন না। ইতালিতে যাওয়া ব্যক্তিদের মধ্যে যার ইতালীয় ভাষা বেশি ক্লিয়ার হবে তার বেতনও বেশি হয়ে থাকে।

ইতালীয় ভাষায় রেস্টুরেন্টে চাকরির জন্য প্রয়োজনীয় ৮০ টি শব্দ: 

 

যারা ইতালিতে রেস্টুরেন্টে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ইতালীয় ভাষায় রেস্টুরেন্টে চাকরির জন্য প্রয়োজনীয় ৮০ টি শব্দ হচ্ছে- 

    ইতালীয় শব্দ    ইতালি শব্দের বাংলা     উচ্চারণ             বাংলা     ইংরেজি
il RISTORANTE    ইল রিস্তোরান্তে     রেস্তোরাঁ    Restaurant
il cuoca   ইল কুওকা       পাচক   Chef
il CAMERIERE     ইল কামেরিএরে      খাদ্য পরিবেশক   Waiter
la CAMERIERA    লা কামেরিএরা    খাদ্য পরিবেশকা   Waitress 
il BARISTA    ইল বারিস্তা  পানীয় দোকানের পরিবেশক  Bar man
La BARISTA লা বারিস্তাপানীয় দোকানের পরিবেশকাBar women
LAVAPIATTI   লাভাপিয়াত্তি   বাসন পরিস্কারক   Dishwasher 
DETERGENTE

LAVAPIATTI

দেতেরজেন্তে    লাভাপিয়াত্তি  ডিটারজেন্ট দিয়ে‌ বাসন পরিস্কার  Dishwasher 

Detergent

CAPO কাপো  মনিব  Boss
DATORE DI LAVORO  দাতরে দি লাভরো   নিয়োগকর্তা  Employer
il COLLEGA  ইল কল্লেগা    সহকর্মী    Colleague
La COLLEGA   লা কল্লেগাসহকর্মীColleague
AIUTO CUOCO  আইয়ুতো কুওকো    সহকারি বাবুর্চি  Assistant cook
La CUCINA   লা কুচিনা    রান্নাঘর  Kitchen
Le BACCHETTE    লে বাক্কেত্তে    চপস্টিকস  Chopsticks
COLTELLO DA CUCINA কলতেল্লো দা কুচিনা  রান্না ঘরের ছুরি Kitchen knife
COLTELLO DA TAVOLAকলতেল্লো দা তাভলা  টেবিল ছুরি Table knife
La TAVOLA  লা তাভলাটেবিল Table
La SEDIA  লা সেদিয়া  চেয়ার Chair

 

La FORCHETTA লা ফরখেত্তা   কাটা চামচ Fork
il CUCCHIAIO ইল কুক্ষিয়াইও চামচ Spoon
il CUCCHIAINO ইল কুক্ষিয়াইনো চায়ের চামচTea Spoon
La SPATOLA লা স্পাতলা চ্যাপটা চামচSaptula
La PINZA লা পিনসা চিমটা Tongs
il FRULLATORE  ইল ফ্রুল্লাতরে  ব্লেন্ডার Blender
La BILANCIA লা‌ বিলাঞ্চা  দাঁড়িপাল্লা Scale
il TAGLIERE  ইল তালিএরে কাটিং বোর্ড Cutting board
il BICCHIERE ইল বিখিএরে   গ্লাস Glass
il PIATTO  ইল পিয়াত্ত  থালা Plate
il PIATTINO   ইল পিয়াত্তিনো   ছোট থালা  Saucer
La TAIERA  লা তেইএরা  চায়ের পাত্র Teapot
La TAZZA  লা তাৎসা চায়ের কাপ Tea Cup
La TAZZINA লা তাৎসিনা    কফি কাপ   Coffee cup
La CAFFETTIERA  লা কাফেত্তিএরা  কফি মেকার  Coffee maker 
La PENTOLA লা পেন্তলা   পাত্র  Pot
il COPERCHIO  ইল কপেরখিয়ো   ঢাকনা   Lid / cover
La PENTOLA  A PERSSIONE লা পেন্তলা আ প্রেসসিওনে প্রেসার কুকার  Pressure cooker
La PADELLA  লা পাদেল্লা ভাজার পাত্র  Frying pan 
La CASSERUOLA লা কাসসেরুওয়ালা সস প্যান Saucepen

 

il TOSTAPANE ইল তস্তাপানে  টোস্টারToaster
il LAVANDINO ইল লাভান্দিনো   রান্নাঘরের বেসিন Sink
LAVASTOVIGLIE  লাভাস্তভিলিয়ে বাসন পরিষ্কারক Dishwasher
il FRIGORIFERO  ইল ফ্রিগরিফেরো  রেফ্রিজারেটর Fridge
il MICROONDE ইল মিক্রন্দে মাইক্রোওয়েভ Microwave
il BOLLITORE ইল বল্লিতরে কেতলি  Kettle
il FORNELLO ইল ফরনেল্লো চুলা Stove
il FUOCO ইল ফুওকো আগুন Fire
L’ACCENDINO লাচেনদিনো লাইটার Lighter
La CARAFFA লা কারাফফা জগ Jug
La CIOTOLA লা চোতোলা বাটি Bowl
La BOTTIGLIA লা বত্তিলিয়া বোতল Bottle
il MATTARELLO ইল মাত্তারেল্লো রুটি বেলার বেলন Rolling pin
il TAGLIAPIZZA ইল তালিয়াপিৎজা পিজ্জা কাটার Pizza cutter
il COLINOইল কলিনো ছাকনি Strainer
il PELAPATATE ইল পেলাপাতাতে পটেটো পিলার Potato peller
il VASSOIO ইল ভাসসইও ট্রে Tray
il TOVAGLIOLO ইল তভালিওলো ন্যাপকিন Napkin
La MANCIA লা মানচা বখশিশ Tip
MENU মেনু খাদ্য তালিকা Menu

 

il CONTOইল কন্ত বিলBill
DA PORTARE VIA দা পরতারে ভিয়াটেকএওয়েTake away
PRENOTARE প্রেনতারেসংরক্ষিত করা To reserve
ORDINARE অরদিনারে নির্দেশ করা To order
CUCINARE কুচিনারে রান্না করা To cook
LAVARE লাভারে ধোয়া To wash
PULIRE পুলিরেপরিষ্কার করা To clean
RISCALDARE রিস্কালদারে গরম করা  Heat up
BOLLIRE বল্লিরে সিদ্ধ করা To Boil
FRIGGEREফ্রিজ্জেরে ভাজা To fry
MESCOLAREমেস্কলারে মিশ্রিত করা To mix
TAGLIAREতালিয়ারে কাটাTo cut
TRITARE ত্রিতারে ছোট ছোট টুকরো করা To Chop
SALARE সালারেলন্ডন দেওয়া Putting Salt
VERSAREভেরসারে ঢালা To pour
SBUCCIARE ইসবুচ্চারে খোসা ছাড়ানো  To peel
COPRIRE কপরিরে থেকে ফেলা Cover up
IMPARARE ইম্পারারে শেখা To Learn
INSEGNARE ইনসেনিয়ারে শেখান To Teach
MANGIARE মাঞ্জারে আহার করা To Eat

সাধারণ জিজ্ঞাসা:

  • ইতালিয়ান ভাষা শিখবো কি ভাবে?

 

ইতালীয়ান ভাষা বিষয়ে আয়ত্ত করতে চাইলে আপনাকে অবশ্যই বারবার খাতায় লিখতে হবে, ভয়েস রেকর্ড করে বারবার শুনতে হবে যার মাধ্যমে উচ্চারণ ও সঠিক হবে। আর এইসব করার মাধ্যমে আপনারা খুব সহজেই ইতালীয় ভাষা আয়ত করতে পারবেন বা শিখতে পারবেন।

 

  • ইতালিতে অন্য ভাষার ব্যবহার করা যাবে কি?

 

না, ইতালীতে অন্য কোনো ভাষার ব্যাবহার করা যাবে না। কাজের ক্ষেত্রে ইতালীয় ভাষা ব্যতীত অন্য ভাষা ব্যবহার করলে জরিমানা ধরা হবে, এই আইন পাশ করেছে ইতালির নতুন সরকার। তার মতে অন্য ভাষা ব্যবহার করলে ইতালীয় ভাষাকে অপমান করা হয় এবং এটা ক্ষতিকর।  ইংরেজি ভাষা সহ অন্য ভাষা ব্যবহার করলে ১ লক্ষ ইউরো পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। 

 

এসব টুকটাক শব্দ সাধারণত রেস্টুরেন্টে ব্যবহার হয়ে থাকে। এই ইতালীয় ভাষায় রেস্টুরেন্টে চাকরির জন্য প্রয়োজনীয় ৮০ টি শব্দ আপনি যদি রেস্টুরেন্টে কোন কিছু অর্ডার করতে চান তাও কাজে লাগে।  আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে ইতালীয় ভাষা শিখাবো।

আপনারা যদি আমাদের সাইটে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পূর্বের পোস্টগুলো দেখে আসতে পারেন যেখানে আমরা আলফাবেট, সংখ্যা, পরিচয় ও সালাম, বচন ও লিঙ্গ, দিন মাস ও ঋতু, দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু শব্দ,  বাক্যের ব্যবহার,  বিস্ময়বাচক শব্দ ও বাক্য সম্ভাষণ ও শুভেচ্ছা বিনিময় সময় , ব্যাংকিং ও মুদ্রা, ফুলের নাম, যানবাহন, ফল ও শাক সবজির নাম সম্পর্কে শিখেছি খুব সুন্দর ভাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button