ইতালীয় ভাষায় নিজে পরিচয় ও সালাম বিনিময়

আপনি যখন একটি দেশে থাকবেন এবং আপনার সাথে যখন একজন নতুন মানুষের পরিচয় হবে সে ক্ষেত্রে কিন্তু একটি বেসিক ম্যানার্স বা পরিচয় হওয়ার একটি নিয়ম রয়েছে যার মাধ্যমে আপনি আপনার পার্সোনালিটি টা বোঝাতে পারেন সামনের ব্যক্তিটিকে।
ইতালিতে ও এরকম ভাবে পরিচয় ও সালাম বিনিময়ের কিছু ভাব বা পর্যায়ে রয়েছে যার মাধ্যমে আমরা খুব সহজেই শিখতে পারবো কিভাবে ইতালিতে নিজের পরিচয় বা সালাম বিনিময় করতে হবে। যেহেতু আপনার নতুন তাই ধাপে ধাপে এই বিষয়গুলো শিখব। আরে ধাপ অনুযায়ী একে ছয় ভাগে ভাগ করা হয়েছে। ইতালীয় ভাষায় নিজে পরিচয় ও সালাম বিনিময় এর ধাপগুলো হচ্ছে:
১. অভিবাদ কিংবা সালাম বিনিময়
২. নিজের নাম বলা বা অন্য কারোর নাম জানতে চাওয়া
৩. কোথায় থেকে এসেছি কিংবা জাতীয়তা কি তা জানতে চাওয়া
৪. নিজের বয়স সম্পর্কে বলা
৫. কেমন আছেন জানতে চাওয়া কিংবা তার উত্তর দেওয়া
৬. বিদায় নেওয়া
এবার আসুন আমরা এই ধাপগুলো ইতালীয় ভাষায় জেনে নেই-
১. অভিবাদন কিংবা বা সালাম বিনিময়:
SALUTARE ( সালুতারে )
| ইটালিয়ান | বাংলা | ইংরাজি |
| SALUTARE | অভিবাদন | To Greet |
ইতালিতে অভিবাদন জানানোর ক্ষেত্রে আরো কিছু শব্দের ব্যবহার হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে সহজ শব্দটি হচ্ছে :
- CIAO ( চাও )
ইংরেজিতে হাই / হ্যালো = Hi / Hello
এর শব্দ গঠন করলে হয় –
CIA + O
চা + অ
বিঃ দ্রঃ CIAO বলে অভিবাদন জানাবো বয়সের ছোট কিংবা পরিচিত কাউকে , বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনকে কারো সাথে প্রথম দেখা হলে কিংবা বয়সে বড় হলে আমরা CIAO বলবো না।
- BUONGIORNO ( বুঅনজোরনো )
শুভ দিন = Good Day
এর শব্দ গঠন করলে হয় –
BUON + GIORNO
বুঅন + জোরনো
বিঃ দ্রঃ BUONGIORNO বলে অভিবাদন জানাবো কারো সাথে প্রথমবার পরিচিত হতে গেলে, বয়সে বড় কাউকে সম্মানিত কোন ব্যক্তিকে, কিংবা কাউকে শ্রদ্ধা প্রদর্শন করতে।
আর শুধু মাত্র দিনের বেলাতেই আমরা BUONGIORNO বলবো কারণ BUONGIORNO অর্থ হল শুভ দিন।
- BUONASERA ( বুঅনাসেরা )
শুভ সন্ধা = Good Evening
এর শব্দ গঠন করলে হয় –
BUONA + SERA
বুঅনা + সেরা
বিঃ দ্রঃ BUONASERA অভিবাদন জানাবো কারো সাথে প্রথমবার পরিচিত হতে গেলে, বয়সে বড় কাউকে, সম্মানিত কোন ব্যক্তিকে কিংবা কাউকে শ্রদ্ধা প্রদর্শন করতে।
তবে শুধুমাত্র সন্ধা থেকে রাত পর্যন্ত আমরা BUONASERA বলবো কারণ BUONASERA অর্থ হল শুভ সন্ধ্যা।
- SALVE ( সালভে )
হ্যালো= hello
এর শব্দ গঠন করলে হয় –
SAL + VE
সাল + ভে
বিঃ দ্রঃ SALVE অভিবাদন জানাবো কারো সাথে প্রথমবার পরিচিত হতে গেলে, বয়সে বড় কাউকে, সম্মানিত কোন ব্যক্তিকে কিংবা কাউকে শ্রদ্ধা প্রদর্শন করতে।
এটি যে কোন সময় অভিবাদনের জন্য ব্যবহার করা যেতে পারে। আগের দুটি শব্দের মত শুধুমাত্র দিনে বা রাতে ব্যবহার করা যাবে এমন কোন বাধ্যবাধকতা নেই।
২. নিজের নাম বলা কিংবা কারো ডাব জানতে চাওয়া:
প্রশ্ন: Come ti chiami ?
কমে তি কিআমি ?
তোমার নাম কি ?
What is your name?
উত্তর ১ : io sono jannat, piacere.
ইও সোনো জান্নাত, পিয়াচেরে।
আমি জান্নাত, খুশি হলাম।
I am Jannat, pleasure.
উত্তর ২ : mi chiamo jannat, placere.
মি কিয়ামো জান্নাত, পীয়াচেরে.
আমার নাম জান্নাত,খুশি হলাম।
My name is Jannat, pleasure.
বিঃ দ্রঃ Ci থাকে তাহলে চি এর মত উচ্চারণ করব, আর যদি Chi থাকে তাহলে কি এর মত উচ্চারণ করব।
৩. কোথায় থেকে এসেছি জাতীয়তা কি:
এ প্রশ্নটি দুইভাবে হতে পারে-
প্রশ্ন ১ : Di dove sei ?
দি দভে ছেই?
তুমি কোথায় থেকে এসেছো?
Where are you from?
উত্তর ১ : Sono Bengalese
সোনো বেংগালেজে
আমি বাঙালি / বাংলাদেশী
I am bagali / Bangladeshi
প্রশ্ন ২ : Da dove vieni ?
দা ডোভে ভিয়েনি ?
তুমি কোথা থেকে আসছি?
Where are you from?
উত্তর ২: Vengo dal Bangladesh
ভেংগো দান বাংলাদেশ
আমি বাংলাদেশ থেকে এসেছি।
I am from Bangladesh.
এক্ষেত্রে আমরা একটি বিষয় খেয়াল রাখব যদি Da dove sei দিয়ে প্রশ্ন থাকে তাহলে নিজের জাতীয়তা বলবো বাংলাদেশি, আর যদি Da dove vieni দিয়ে প্রশ্ন থাকে তাহলে উত্তর দিব নিজের দেশের নাম বাংলাদেশ।
৪ . নিজের বয়স সম্পর্কে বলার
প্রশ্ন: Quanti anni hai ?
কুয়ানতি আন্নি আই?
তোমার বয়স কত?
How old are you?
উত্তর: Ho venti due anni
অ ভেনটি দুয়ে আন্নি
আমার বয়স ২২ বছর
I am 22 years old
৫. কেমন আছেন বলা কিংবা জানতে চাওয়া:
এক্ষেত্রে আমরা দুই ভাবে প্রশ্ন করতে পারি-
প্রশ্ন ১ : Come stai ?
কমে স্তাই ?
কেমন আছো?
How are you?
উত্তর ১: Sto bene, grazie
স্ত বেনে, গ্রতসিয়ে
আমি ভালো আছি, ধন্যবাদ।
I am fine, thank you.
প্রশ্ন ২: Come sta?
কমে স্তা?
কেমন আছো?
How are you?
উত্তর ২: Sto bene, grazie
স্ত বেনে, গ্রতসিয়ে
আমি ভালো আছি, ধন্যবাদ
I am fine, thank you.
৬. বিদায় দেওয়া:
- Ciao ( চাও )
বিদায় / bye
- Ciao ciao ( চাও চাও )
বিদায় / bye bye
বিঃ দ্রঃ CIAO বলে বিদায় জানাবো বয়সের ছোট কিংবা পরিচিত কাউকে , বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনকে কারো সাথে প্রথম দেখা হলে কিংবা বয়সে বড় হলে আমরা CIAO বলবো না।
- Arrivederci ( আর্রীভেদেরচি )
বিদায় / good bye
বিঃ দ্রঃ Arrivederci বিদায় জানাবো কারো সাথে প্রথমবার পরিচিত হতে গেলে, বয়সে বড় কাউকে, সম্মানিত কোন ব্যক্তিকে কিংবা কাউকে শ্রদ্ধা প্রদর্শন করতে।
- A dopo
আ দোপো
পরে দেখা হবে / see you later
যদি এমন হয় আপনার ওই ব্যক্তিটির সাথে দিনের মধ্যে আবার দেখা হবে বা কিছুক্ষণ পর আবার দেখা হবে তাহলে সে ক্ষেত্রে বলতে পারি A dopo।
- A presto
আ প্রেস্ত
শীঘ্রই আবার দেখা হবে
See you soon
যদি কারো সাথে দেখা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আপনি জানেন না কতদিন পর দেখা হবে সেক্ষেত্রে আপনি A presto বলে বিদায় জানাতে পারেন।
- Buona giornata
বুঅনা জোরনাতা
আপনার দিনটি শুভ হোক।
Have a good day
- Buona sera
বুঅনা সেরাতা
শুভ সন্ধা
Have a good evening
- Buona Notre
বুঅনা নত্তে
শুভ রাত্রি
Good night
উপরোক্ত বিষয়গুলোর দিয়ে আপনি ইতালীয় ভাষায় নিজে পরিচয় ও সালাম বিনিময় করতে পারেন। শব্দগুলো বার বার পড়বেন, খাতায় লিখবেন এবং ভয়েস রেকর্ড করে বারবার শুনবেন যার মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনি শব্দগুলো আয়ত্ত করতে পারবেন। এই শব্দগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই নিজের পরিচয় ও সালাম বিনিময় করতে পারবেন এবং শব্দগুলো খুব সহজ ও সাবলীল ভাষায় ভেবে বলা হয়েছে সে ক্ষেত্রে আপনার শিখতেও অনেক সাহায্য করবে।
আমাদের ওয়েবসাইটে A থেকে Z পর্যন্ত আলফাবেট ও ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাও দেওয়া আছে লিংকে ক্লিক করে চলে যান এবং আপনি যদি নতুন হয়ে থাকেন সবার আগে আলফাবেট ও সংখ্যাগুলো শিখে নিন।





I’m really so happy
Thank you very much